বিদেশে ভারতের কথা আসলেই উঠে আসে বলিউডের নাম। আর 'বলিউড' বলতে সকলেই এককথায় যাঁর কথা ভাবেন তিনি হলেন 'বাদশা' শাহরুখ। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে তারই প্রমাণ মিলল। হোয়াইট হাউসে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিল এক গানের দল। তাঁরা 'ছাইয়া ছাইয়া' গান গেয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আর টুইটারে Ask SRK সেশনে উঠে এল সেই প্রসঙ্গই।
এক শাহরুখ অনুরাগী কিং খানকে প্রশ্ন করেন, ‘স্যার ছাইয়া ছাইয়া গানে মোদীজিকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হয়েছে... আপনি এই বিষয়ে কী বলতে চান?’ এই প্রশ্নে মজা করে শাহরুখ জবাব দেন ‘আমার তো মনে হচ্ছে, আমি ওখানে থাকলে নাচতাম। কিন্তু ওঁরা ওখানে ট্রেন নিয়ে ঢুকতে দেবেন না।’ তাঁর এই উত্তরে আরও একবার কিং খানের রসবোধের ছাপ স্পষ্ট।
আরও পড়ুন-অর্জুনের জন্মদিন, পানীয়র গ্লাস হাতে অন্য পুরুষের সঙ্গে শরীর দুলিয়ে নাচলেন মালাইকা
আরও পড়ুন-: যশ নন, তবে পার্টিতে এ কাকে জড়িয়ে ধরে নাচলেন নুসরত! সামনে এল ভিডিয়ো
শাহরুখের এমন প্রতিক্রিয়া নেটপাড়ায় অবশ্য ভিন্ন মত উঠে এসেছে। কেউ লিখেছেন, ‘বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন।’ কারোর আবার মনে হয়েছে, ‘অত্যন্ত অসভ্যের মতো জবাব’, কেউ আবার এতে কিং খানের রসবোধ খুঁজে পেয়েছেন। বলেছেন দিনের সেরা টুইটার কথোপকথন।
এদিকে সম্প্রতি, 'পাঠান' আপকামিং 'জওয়ান'-এর মতো অ্যাকশন ফিল্মের প্রসঙ্গ টেনে একজন প্রশ্ন করেন, ‘৫৭ বছর বয়সে সমস্ত অ্যাকশন এবং স্টান্ট করার পিছনে রহস্য কী?’ এর উত্তরেও মজা করে বাদশা লেখেন, অনেক ব্যাথার ওষুধ (পেইনকিলার) খেতে হয় ভাই।
আরও পড়ুন-লন্ডনে জিতুকে নিয়ে কাড়াকাড়ি! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন 'আপনজন’?
আরও পড়ুন-‘এই শহরেই এক রেস্তোরাঁয় প্রেম করতে যেতাম, সেটা ছিল আমার প্রথম ভালোবাসা’, অকপট শোলাঙ্কি
প্রসঙ্গত, ২৫ জুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩১ বছর পূর্ণ করে ফেলেছেন শাহরুখ খান। খুব শীঘ্রই অ্যাটলি অ্যাকশন ফিল্ম ‘জওয়ান’এ দেখা যাবে শাহরুখকে। যেটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সেপ্টেম্বরে বিশ্বব্যাপী মুক্তি পাবে। ছবিতে রয়েছেন নয়নতারা, সুনীল গ্রোভার, প্রিয়মণি, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা এবং ঋদ্ধি ডোগরা। এছাড়াও আসছে কিং খানের জানকি, পরিচালনায় রয়েছেন রাজকুমার হিরানি। ছবিতে রয়েছেন তাপসী পান্নু ও ভিকি কৌশল।