অব্যাহত শয়তান রাজ! অজয় দেবগণ ও আর. মাধবনের ছবি 'শয়তান' বক্স অফিসে ধামাকা করেই চলেছে। ছবিটি মুক্তির ১৯ দিন হয়ে গিয়েছে। ভক্তদের মনে এখনও রয়েছে ছবির জাদু। বিকাশ বহলের পরিচালনায় এ ছবি তুমুল সাফল্য দেখছে। ১৪ দিন পরও একটুও ফিকে পড়েনি ছবির আয়। অজয় এবং আর মাধবনের সাথে প্রধান ভূমিকায় রয়েছেন জানভি বদিওয়ালা এবং জ্যোতিকার অভিনয়ও ছিল অনবদ্য। সবটা এমন ভাবে দর্শক মনে ঘাঁটি গেড়েছে যে এখনও পর্যন্ত ছবিটি ১৮০ কোটি টাকা আয় করে ফেলেছে। চলুন করে নেওয়া যাক ১৯তম দিনে বক্স অফিসে শয়তানের আয়ের হিসেব।
শয়তান উদ্বোধনী দিনে ১৪.৫০ কোটি টাকা বাম্পার আয় করেছিল। প্রথম সপ্তাহে ৭৯.৭৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে যদিও ছবিটির শুরুটা ছিল মন্থর। ১৩তম দিনে অর্থাৎ তৃতীয় বুধবার ২.৭৫ কোটি টাকা আয় ছিল শয়তানের। এরপর দ্বিতীয় সপ্তাহে এসে কোটি কোটি আয় করছে ছবিটি। ১৪ তম দিনে ছবিটির ২.৫০ কোটি টাকা আয় দেখে সপ্তাহান্তে যে এটি আরও ভালো ব্যবসা দেবে, সে কথা আগেভাগেই অনুমান করা হয়েছিল। ঠিক তাই হয়েছে। হোলি সপ্তাহান্তে প্রবেশ করে, 'শয়তান' তার বিজয়ের ধারা অব্যাহত রেখেছে, তৃতীয় শুক্রবারে ২.৪ কোটি টাকা সংগ্রহ করার পর শনিবার এবং রবিবার যথাক্রমে ৪.৫ কোটি এবং ৪.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। হোলির ছুটির দিনটি শয়তানের সৌভাগ্যকে আরও এগিয়ে নিয়েছিল, ফিল্মটি এদিন ৩.১৫ কোটি রুপি আয় করে।
প্রতিবেদন অনুসারে, শয়তানের মোট সংগ্রহ ১৫০ কোটি টাকা ছাড়িয়েছে, ফিল্মের মোট আনুমানিক আয় ১৫২.২৫ কোটি টাকা।আন্তর্জাতিক ফ্রন্টে, 'শয়তান' আনুমানিক ৩২ কোটি টাকা আয় করেছে, যা বিশ্বব্যাপী শয়তানকে মোট ১৮৪.২৫ কোটি টাকার মুখ দেখিয়েছে। হিসাব করলে দেখা যায় ২০০ কোটি হতে আর মাত্র ১১.৭৫ কোটি টাকা বাকি। এবার 'শয়তান' ২০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে পারে কিনা তা দেখার জন্য সকলের চোখ এখন বক্স অফিসের দিকে। কারণ এটি করতে পারলে ২০২৪ সালের প্রথম সেরা উপার্জনকারী ছবি হবে শয়তান।
- শয়তান যোদ্ধাকে কঠিন প্রতিযোগিতা দিচ্ছে
'শয়তান' বক্স অফিসে সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে। উপার্জনের দিক থেকে শয়তান যোদ্ধার চেয়ে অনেক এগিয়ে। শুধু যোদ্ধা নয়, আদা শর্মার বস্তার: নকশাল গল্পও অনেক পিছিয়ে। উল্লেখযোগ্যভাবে, এটি ভারতীয় বক্স অফিসে নিজের সিংহাসন ধরে রাখতে সমস্ত নবাগতদের ছাড়িয়ে গিয়েছে। এককথায়, বর্তমানে, শয়তান ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের 'ফাইটার'-কে পিছনে ফেলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসাবে উঠে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, শয়তান হল গুজরাটি ছবি ভাশ-এর হিন্দি রিমেক। বেশিরভাগ লোকই ভাশ দেখেনি। এ কারণে ছবিটির গল্প দর্শকদের কাছে নতুন মনে হয়েছে। শয়তান চার মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছিল। ছবিটির গল্প একজন বাবার, যিনি নিজের জীবন বিপন্ন করে মেয়েকে কালো জাদুর হাত থেকে বাঁচানোর পাশাপাশি আরও অনেক মেয়েদেরই প্রাণ বাঁচান।