ভারতীয় বক্স অফিসে সোমবারে অনেকখানি পতনের পর মঙ্গলবার মোটামুটি স্টেবল হয়ে গিয়েছে শয়তানের আয়। পঞ্চমদিনে এই ছবিটি ভারতে ৬.৭৫ কোটি টাকা আয় করেছে। মোট আয় এখন কতয় গিয়ে দাঁড়াল?
শয়তান ছবির বক্স অফিস কালেকশন
অজয় দেবগন এবং আর মাধবন অভিনীত শয়তান গত ৮ মার্চ মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহে জাঁকিয়ে ব্যবসা করলেও সোমবার আসতেই অনেকটা কমল এই ছবির আয়। তবে মঙ্গলবার আসতে অনেকটাই স্টেবল হয়ে যায় শয়তানের আয়। পঞ্চমদিনে ভারতীয় বক্স অফিসে শয়তান ছবিটি ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।
আরও পড়ুন: 'ধনকুবের' মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের পরও কাজ করতেন নীতা! কত টাকা মাইনে পেতেন আকাশ-অনন্তের মা?
শয়তান ছবিটি একটি আদ্যোপান্ত ভৌতিক ছবি। এই ছবিটি মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে এটি ১৪.৭৫ কোটি টাকা আয় করেছে। শনিবার সেটা প্রায় ২৭.১২ শতাংশ বাড়ে। ফলে সেদিন বক্স অফিসে এই ছবিটি ১৮.৭৫ কোটি টাকা আয় করেছে। রবিবার এটি আরও ৯.৩৩ শতাংশ আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.৫ কোটি টাকায়। কিন্তু সোমবার আয়ের পরিমাণ ৬৫.৮৫ শতাংশ কমে হয় ৭ কোটি টাকা। পঞ্চমদিন বক্স অফিসে অজয় দেবগনের ছবি ৬ কোটি ৭৫ লাখ টাকা উপার্জন করেছে। ফলে বর্তমানে এই ছবিটি ভারতীয় বক্স অফিসে মোট ৬৮ কোটি টাকা আয় করেছে। ফলে অনুমান করা হচ্ছে শীঘ্রই এই ছবিটি ১০০ কোটির গণ্ডি টপকে যাবে।
মঙ্গলবার শয়তান যেমন আয় করেছে ঠিক একই জিনিস লক্ষ্য করা গিয়েছিল তানহাজি এবং দৃশ্যম ২ ছবিটির ক্ষেত্রেই। দৃশ্যম ২ ছবিটি তার মুক্তির প্রথম মঙ্গলবারে ১০.৪৮ কোটি টাকা আয় করেছিল, আগের তুলনায় ১২ শতাংশ পতনের পর। অন্যদিকে তানহাজি ছবিটি মুক্তির প্রথম মঙ্গলবার বক্স অফিসে ১৫.২৮ কোটি টাকা আয় করেছিল। ফলে এই ছবিও যে বক্স অফিসে হিট করবে সেটা সহজেই অনুমেয়। ইতিমধ্যেই শয়তান ছবিটি দর্শক এবং সমালোচকদের থেকে দারুণ সাড়া পেয়েছে।
আরও পড়ুন: বিগ বি'র পড়শি হওয়ার দুর্দান্ত সুযোগ! এই কাজ করলেই অমিতাভের পাশের বাড়ি আপনার
শয়তান প্রসঙ্গে
শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিয়োজ নিবেদন করেছে এই ছবিটির। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এটি আদতে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ব্যাস। শয়তান ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।
অজয় দেবগনের অন্যান্য প্রজেক্ট
অজয় দেবগনকে আগামীতে ময়দান ছবিতে দেখা যাবে। এখানে অজয় দেবগন ছাড়াও আছেন গজরাজ রাও, প্রিয়মণি প্রমুখ। দেখা মিলবে একাধিক বাংলা তারকাদের। আছেন আরিয়ান ভৌমিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ। এটি ইদের দিন মুক্তি পাবে। এপ্রিল মাসে অজয়ের ময়দানের সঙ্গে মুখোমুখি হবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া।