অমিতাভ বচ্চনের গুণমুগ্ধর সংখ্যা যে কত তার ইয়ত্তা নেই। ফি রবিবার তাঁকে এক ঝলক দেখার জন্য জলসা বাংলোর সামনে ভিড় জমান শত শত মানুষ। বলিউডের শাহেনশাহর ভক্তরা সব দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু আপনি কি তাঁর পড়শি হতে চান! তাহলে এবার আপনার হাতের মুঠোয় রয়েছে তেমনই এক সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন: 'ঘর ভাঙানি' নন কিরণ, সাফ জানালেন, 'রীনার সঙ্গে বিচ্ছেদের পরই আমিরের সঙ্গে সম্পর্ক হয়'
অমিতাভের পড়শি হবেন কীভাবে?
ব্যাংকের থেকে লোন নিয়ে যখন কেউ সেটার কিস্তি চোকাতে ব্যর্থ হন তখন ব্যাংক বাধ্য হয় জোরপূর্বক নিজেদের বিনিয়োগ করা অর্থ ফিরে পেতে চায়। প্রয়োজনে যে জমি বা বাড়ির জন্য লোন নেওয়া হয়েছে বা যার বিনিময়ে লোন নেওয়া হয়েছে সেটাকে কব্জা করে। সম্প্রতি তেমন ভাবেই এক আন্তর্জাতিক ব্যাংক জানিয়েছে যে তারা মুম্বইয়ের একটি বাংলোর অকশন করতে চলেছে। আর সেই জায়গাটা অমিতাভ বচ্চনের জলসা বাংলোর একদম পাশেই। এই জমির দাম ২৫ কোটি টাকা।
সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অব ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড ইনফোর্সমেন্ট অব সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাকট অব ২০০২ এর অধীনে একটি পাবলিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই ব্যাংকের তরফে। গত ফেব্রুয়ারি মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের ভিলে পার্লে ওয়েস্টের কাপোল সোসাইটিতে অবস্থিত এই জায়গাটি। প্রায় ৩৩৩৯ স্কোয়ার ফিট এই বাংলোর। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে এই নিলাম। তাহলে অংশ নেবেন নাকি এই নিলামে?
আরও পড়ুন: মিমিকে সরিয়ে প্রার্থী হতেই প্রচার শুরু, বারুইপুর গিয়েই দোকানে ঢুকে মোমো বানালেন সায়নী!
অমিতাভ বচ্চনের প্রজেক্ট
অমিতাভ বচ্চনকে আগামীতে কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে থাকবেন প্রভাস এবং দীপিকা পাড়ুকোন।