বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanjeeta Bhattacharya on Shah Rukh Khan: ‘সেটে ঢুকেই কপালে চুমু খেতেন’, 'বাবাসুলভ' শাহরুখ প্রসঙ্গে কলকাতার সঞ্জিতা

Sanjeeta Bhattacharya on Shah Rukh Khan: ‘সেটে ঢুকেই কপালে চুমু খেতেন’, 'বাবাসুলভ' শাহরুখ প্রসঙ্গে কলকাতার সঞ্জিতা

শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ বঙ্গতনয়া সঞ্জিতার

Sanjeeta Bhattacharya on Shah Rukh Khan: জওয়ান ছবিতে মহিলা জেলের জেলার হওয়ার দরুন শাহরুখ খানের একটি মহিলা গ্যাং ছিল। আর তাঁদেরই অন্যতম হলেন বঙ্গসন্তান সঞ্জিতা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে অফস্ক্রিন কিং খানের সম্পর্ক কেমন?

গায়িকা থেকে সোজা অভিনেত্রী, তাও কিং খানের ছবির হাত ধরেই বলিউডের অভিষেক সারলেন বঙ্গতনয়া সঞ্জিতা ভট্টাচার্য। জওয়ান ছবিতে আজাদ ওরফে শাহরুখ খানের যে মহিলা গ্যাং ছিল যাঁদের সঙ্গে নিয়ে তিনি সমস্ত মিশনে যেতেন সেই ছয়জনের একজন হলেন সঞ্জিতা। নিজের প্রথম ছবির বিষয়ে হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী কী কী জানালেন?

সঞ্জিতার কথায় তিনি যখন অডিশন দিচ্ছেন এই ছবির তখন তিনি জানতেন না এটির নাম কী বা মুখ্য ভূমিকায় কাকে দেখা যেতে চলেছে। অ্যাটলি পরিচালিত এই জওয়ান ছবিতে মুখ্য ভূমিকায় শাহরুখ খান এবং নয়নতারাকে দেখা গিয়েছে। সঙ্গে খলনায়ক হিসেবে আছেন বিজয় সেতুপতি। এছাড়া কিং খানের গার্লস গ্যাংয়ের ছয়জনের মধ্যে ছিলেন সঞ্জিতা ভট্টাচার্য, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, লেহের খান, গিরিজা ওক এবং আলিয়া কুরেশি। এই ছবিতে দীপিকা পাড়ুকোনকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। তিনি বিক্রম রাঠোরের স্ত্রী এবং আজাদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে সঞ্জয় দত্ত আছেন আরেকটি ক্যামিও চরিত্রে।

জওয়ানের অডিশন প্রসঙ্গে সঞ্জিতা

অভিনেত্রীর কথা অনুযায়ী তিনি ২০২১ সালে প্রথমবার অডিশন দেন জওয়ান ছবিটির জন্য। তিনি জানান তাঁর বিন্দুমাত্র কোনও আশা ছিল না যে ছবিটা পাবেন তিনি। সঞ্জিতার কথা অনুযায়ী, 'আমার কোনও আইডিয়া ছিল না যে এই অডিশনটা জওয়ানের জন্য হচ্ছিল, আমি কেবল জানতাম কোনও ছবির জন্য আমি অডিশন দিচ্ছি কিন্তু অন্যান্য কাস্ট কারা বা কী কিছুই জানতাম না। আমি কেবল অভিনয় করেছি এখানে তেমনটাই নয়, গানও গেয়েছি। আমার কাছে এটা একটা স্বপ্নপূরণ হওয়ার মতো বিষয়।'

আরও পড়ুন: উত্তর আমেরিকায় জওয়ানের কাছে হেরে ভূত বার্বি-ওপেনহাইমার, চারদিনে কত আয় করল শাহরুখের ছবি?

আরও পড়ুন: পাহাড়ি বর্ষায় শাহরুখ ম্যাজিকে ভাসলেন দেবের হবু নায়িকা, চলেয়া গানে জমিয়ে নাচ সৌমিতৃষার

কিন্তু কীভাবে এই কলটা আসে তাঁর কাছে? সঞ্জিতার কথায়, 'আমি তখন কলকাতায়। আমি ফোনটা পাওয়ার পর ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার কাছে প্রথম কোনও ছবির অডিশন হতে চলেছিল। আমি তখন আর অন্য কিছুই জানতাম না। আমি এরপর বম্বে যাই, অডিশন দিই। এর এক সপ্তাহ পর জানতে পারি যে আমি মনোনীত হয়েছি চরিত্রটার জন্য। এরপর আমি যখন ছবিটার প্রসঙ্গে জানতে চাই তখন আমায় বলা হয় যে এটা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সিনেমা এবং মুখ্য ভূমিকায় শাহরুখ খান আছেন। ব্যাস এটা শুনেই আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।'

ইতিমধ্যেই বিশ্বজুড়ে শাহরুখ খানের জওয়ান ৫৩১ কোটির ব্যবসা করে ফেলেছে, গত রবিবার সবাই তাক লাগিয়ে একদিনে সর্বোচ্চ ৮১ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি ভারতে, এই বিষয়গুলো নিয়ে অভিনেত্রীর কী মত? তাঁর কথায়, 'সমাজের জন্য এই ছবিতে দুর্দান্ত একটা মেসেজ আছে, ফলে ভুল হওয়ার কোনও জায়গাই ছিল না। আর প্রতিটা অভিনেতা ভালো এই ছবির। তবে এখন খবরে যা যা দেখছি সবটাই ঐতিহাসিক মনে হচ্ছে।'

প্রথম ছবিতেই শাহরুখের সঙ্গে কাজের সুযোগ, এই অভিজ্ঞতাটা কেমন ছিল? উত্তরে সঞ্জিতা বলেন, 'আমি ওঁর ভক্ত হলেও উনি মানুষ হিসেবে কেমন সেটা জানতাম না। আমি তাই খুব উৎসুক ছিলাম ওঁকে ব্যক্তিগত ভাবে চেনার জন্য। আর উনি সেটে ঢুকেই এত সহজে মন জিতে নিলেন যে কী বলব! উনি এসেই আমাদের সবাইকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছিলেন প্রথম দিন। ওটাই আমাদের প্রথম আলাপ ছিল। আর তাতেই সব নার্ভাসনেস হলে জল হয়ে গিয়েছিল। ওঁর মধ্যে একটা বাবাসুলভ ব্যাপার ছিল, উনি বারবার বলতেন আমরা সবাই একই নৌকোয় আছি, কোনও ভেদাভেদ নেই। আর এতেই ওঁর প্রতি আমার শ্রদ্ধা ১০০ ছাপিয়ে গিয়েছিল।'

বন্ধ করুন