বিবাহবার্ষিকীতে স্ত্রীকে BMW গাড়ি উপহার দিলেন শেখর সুমন। আর এখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শেখর সুমন ও অলকা সুমন পুত্র অধ্যায়ন সুমন। নিজেই ইনস্টাগ্রামে নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করেছেন শেখর। মায়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘এটা তোমার জন্য মা। বাবা-মা তোমাদের দুজনকেই বিবাহবার্ষিকীর অগ্রীম শুভেচ্ছা। সেরা উপহারের জন্য ঈশ্বর এবং বাবাকে ধন্যবাদ। একদিন আমিও তোমাকে রোলস (রোলস রয়েজ গাড়ি) উপহার দেব। আমাকে শক্তি দাও আশীর্বাদ করো।’
অধ্যায়ন সুমন যে BMW-গাড়িটির ছবি শেয়ার করেছেন, তাতে গাড়ির উপর শেখর ও ছেলে অধ্যায়নকে চুমু খেতে দেখা গিয়েছে। শেখর যে গাড়িটি স্ত্রী অলকাকে উপহার দিয়েছেন, সেটি BMW-র i7-মডেল। জানা যাচ্ছে এই গাড়ির দাম ২.৪ কোটি টাকা।
আরও পড়ুন-'আমার চারিদিকে বন্দুক, আমি আতঙ্কিত', খুনের হুমকি ও নিরাপত্তা নিয়ে মুখ খুললেন সলমন
স্ত্রীকে উপহার দেওয়ার বিষয়ে শেখর সুমন বলেন, ‘আমি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি রোম্যান্টি হতে চেয়েছিলাম। কথায় বলে, পুরুষ যখন দরজা খোলে হয় স্ত্রী নতুন নাহয় গাড়ি।’ শেখর সুমন আরও বলেন, ‘প্রতিবছরই আমি স্ত্রীকে কিছু না কিছু উপহার দি, এবার BMW i7 দেখে অলকার কথাই মাথায় এল। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে এটা কেনার সামর্থ্য দেওয়ার জন্য। আমি অটো মেট্রো সবেতেই যাতায়াত করতে পারি, তবে পরিবারের জন্য সবসময় সেরাটাই দেওয়া উচিত।’ শেখরের কথায়, আমার ছেলে তো ওঁর মাকে ফ্যান্টম দেওয়ার কথা ভাবছে, এক্ষেত্রে বাবা-ছেলের প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে যেই জিতুক আমরা সকলেই তাতে চড়ব। ঈশ্বর আমাদের সামর্থ দিয়েছেন, শুধু আমাদের জন্য নয়, আমাদের যাঁরা ভালোবাসেন, সকলের জন্যই জিনিস কেনার সামর্থ্য দিয়েছেন।'
সম্প্রতি, বিগ বস ১৬-এর বিগ বুলেটিন-এর সঞ্চলনা করতে দেখা গিয়েছিল শেখর সুমনকে।