সাজিদ খানের বিগ বসেরর ঘরে যোগদান নিয়ে কম জলঘোলা হয়নি। সলমন-সহ নির্মাতাদের কাছে বারবার আবেদন রাখা হয়েছে যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ পরিচালককে শো থেকে বার করে দেওয়ার। কিন্তু কোথায় কী! বিগ বসের ঘরে বহাল তবিয়তে রয়েছেন ‘হে বেবি’ পরিচালক। আবদু-সাজিদের খুনসুটি অনেকে পছন্দ করছেন। বিগ বসের ঘরের অন্যতম হিট সদস্য সাজিদ।
‘যৌন শিকারি’ সাজিদের বিগ বসের ঘরে যোগদান নিয়ে আওয়াজ তুলেছিলেন শার্লিন চোপড়া। প্রতিবাদী শার্লিন চোপড়া অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত জমা দিয়েছিলেন। শার্লিনের বয়ান অনুযায়ী ২০০৫ সালে সাজিদের লালসার শিকার হয়েছিলেন তিনি। কাজ পাইয়ে দেওয়ার নাম করে পরিচালক নিজের যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন শার্লিনকে। এবং সেটিকে ১ থেকে ১০-র মধ্যে নম্বর দিতে বলেছিলেন।
এই মামলায় শুক্রবার মুম্বই পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করতে পৌঁছেছিলেন শার্লিন,কিন্তু ব্যর্থ হন তিনি। সংবাদমাধ্যমকে শার্লিন বলেন, জুুহু থানায় পৌঁছে তিনি জানতে পারেন যে পুলিশ অফিসার তাঁর জবানবন্দি নেবেন, তিনি অনুপস্থিত। এরপর এক মহিলা পুলিশ অফিসারের কাছে সব ঘটনা খুলে বলবার আবেদন জানান শার্লিন কিন্তু সেটিও গ্রাহ্য হয়নি। শার্লিনের কথায়, ‘আমি নিরপেক্ষ তদন্ত চাই। আমার বয়ান নিতে না চাইলে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিক’।
সপ্তাহ দুয়েক আগে টুইটারে ক্ষোভ উগড়ে শার্লিন লিখেছিলেন, 'উনি আমাকে ওঁর যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন। সেটি দেখে ০ থেকে ১০-এর মধ্যে নম্বর দিতে বলেন। 'বিগ বস'-এর বাড়ি এসে ওঁকে রেটিং দিতে চাই। ভারত দেখুক, ওঁর মতো একজন মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত।'
এখানেই থেমে যাননি শার্লিন। তিনি আরও যোগ করেন, 'এখনও পর্যন্ত কেউ বলেননি যে, সাজিদ তাঁর মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেছেন। যৌন হেনস্থা করা যে ওঁর স্বভাব, তা আমাদের বুঝে যাওয়া উচিত। সলমন খান আর 'বিগ বস'-এর নির্মাতারা এমন একজনকে আশ্রয় দিচ্ছেন! এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই আমাকে বলুন!'
এরপর ১৭ বছর আগের ঘটনার জন্য জুহু থানায় সাজিদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেন শার্লিন। কেন এত দেরিতে অভিযোগ? সাফাই দিয়ে অভিনেত্রী বলেন, ‘সাজিদের মতো বড় নামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানানোর সাহস ছিল না তখন তাই এখন অভিযোগ জানাচ্ছি’।