বলিউডের অন্যতম স্পষ্টবক্ত তাপসী পান্নু। সোশ্যাল মিডিয়া হোক বা সংবাদমাধ্যম, মনের কথা মুখে আনতে দু-মিনিট সময় লাগান না ‘থাপ্পড়’ নায়িকা। এর জন্য অনেক সময়ই বিতর্কে জড়িয়েছেন তাপসী। এবারও তার ব্যতিক্রম হল না। ‘কফি উইথ করণ’ সিজন ৭-এ অংশ না নেওয়া প্রসঙ্গে বোমা ফাটালেন তাপসী।
আপতত ‘দোবারা’র প্রচারে ব্যস্ত নায়িকা। অনুরাগ কশ্যপের সঙ্গে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন নায়িকা, পাশেই ‘কফি উইথ করণ’-এর প্রচার সারছিলেন করণ। বিষয়টি নজর এড়ায়নি মিডিয়ার। একজন তাপসীর উদ্দেশে প্রশ্ন ছোড়েন, কেন করণের শো'তে ডাক পাননি তিনি? কোনওরকম ভণিতা না করে তাপসী বলেন, তাঁর সেক্স লাইফ ওতোটাও ইন্টারেস্টিং নয়, যে কফি উইথ করণে তিনি ডাক পাবেন।
করণ জোহর ও তাঁর শো'কে নিয়ে তাপসীর এই নজিরবিহীন আক্রমণ এখন চর্চায়। নেটিজেনরাও সহমত তাপসীর সঙ্গে। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর প্রত্যেক এপিসোডেই অতিথিদের সেক্স লাইফ নিয়ে প্রশ্ন করে চলেছেন করণ। আলিয়া-সামান্থা থেকে বিজয়-অনন্যা, সবার কাছে যৌনতা নিয়ে হাজারো প্রশ্ন করণ জোহরের। এই নিয়ে তো করণের সামনে বসেও তাঁকে ধুয়ে দিয়েছেন আমির খান।
প্রসঙ্গত, নিজের লাভ লাইফ নিয়ে হামেশাই খুল্লমখুল্লা তাপসী। ভারতীয় ব্যান্ডমিন্টন (ডবলস) টিমের কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তাপসী। বছর কয়েক আগে নিজের প্রেম জীবন নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি কারুর থেকে কিছু লুকোতে চাই না। আমি খুব গর্বের সঙ্গেই আমার জীবনে একজনের উপস্থিতিকে স্বীকার করে নিয়েছি। তবে হ্যাঁ,সেই ব্যাপারে আমি কথা বলতে চাই না কারণ সেটা সংবাদ শিরোনামে আসুক এটা আমার পছন্দ নয়। অভিনেত্রী হিসাবে আমি অনেক কষ্ট করে যা অর্জন করেছি সেটা ভুলে মানুষ আমার ব্যক্তিগত সম্পর্কের কথা বলুক সেটা আমি চাই না।'
আরও পড়ুন- গোয়ায় তাপসীর প্রেমে পড়েছিল এক মেয়ে! সমকামি যৌন আকর্ষণ নিয়ে মুখ খুললেন নায়িকা
'দোবারা'র পাশাপাশি তাপসীর হাতে এই মুহূর্তে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। শীঘ্রই শাহরুখের নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে। রাজ কুমার হিরানি পরিচালিত ডানকি-তে কিং খানের লিডিং লেডি তাপসী। বক্স অফিসে তাপসীর শেষ ছবি ছিল ‘সাবাশ মিঠু’। ফ্লপের মুখ দেখতে হয়েছে তাপসীকে। যদিও সেই ব্যর্থতা ভুলে ভবিষ্যতের দিকে তাকাতে চান নায়িকা।