বাংলা নিউজ > বায়োস্কোপ > National Film Award 2023: জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবির খেতাব জয় সর্দার উধমের, পরিচালক সুজিত বললেন, 'আমি গর্বিত...'

National Film Award 2023: জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবির খেতাব জয় সর্দার উধমের, পরিচালক সুজিত বললেন, 'আমি গর্বিত...'

জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবির খেতাব জয় সর্দার উধমের

Sardar Udham-National Film Awards 2023: সুজিত সরকার পরিচালিত এবং ভিকি কৌশল অভিনীত সর্দার উধম ছবিটি একাধিক জাতীয় পুরষ্কার পেয়েছে। সেই প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

২৪ অগস্ট ৬৯ তম জাতীয় ফিল্ম পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করা হল। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টার থেকে এদিন এই তালিকা ঘোষণা করা হয়। এবার আর মাধবনের রকেটরি- দ্য নাম্বি এফেক্ট ছবিটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে। অন্যদিকে সেরা হিন্দি ফিচার ফিল্মের খেতাব যেতে সুজিত সরকার পরিচালিত সর্দার উধম। এই ছবিতে মুখ্য ভূমিকায় ভিকি কৌশলকে দেখা গিয়েছিল।

জাতীয় পুরস্কার তো আর চাট্টিখানি কথা নয়! এত বড় একটা সম্মান পুরস্কার পাওয়ার কী কেমন লাগছে পরিচালকের? সুজিত জনান তিনি আপাতত সপ্তম আকাশে ভাসছেন। এই খেতাবের জন্য তিনি জুরি সদস্যদের ধন্যবাদ জানান তাঁর ছবিকে পুরস্কৃত করার জন্য। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা একটা জাতীয় স্তরে মান্যতা পাওয়া। ভীষণ গর্বিত। আমরা যখন ছবিটা তৈরি করি তখন সেটার জন্য ভীষণ খেটেছিলাম। যতটা পেরেছি গোটা বিষয়টাকে রিয়েলিস্টিক করে তুলতে চেয়েছি। এছাড়া একজন বিপ্লবী যেমন ছিলেন তাঁকে সেভাবেই এখানে তুলে ধরতে চেয়েছি আমি। ফলে যখন আপনার এই ভাবনা, দর্শন সকলে মেনে নেন, সম্মান জানান, ভালোবাসা দেব তখন সত্যি গর্ব হয়। আমি জুরি সদস্যদের কাছে কৃতজ্ঞ যে ওঁরা ভেবেছেন এই খেতাবের জন্য এই ছবিটি যোগ্য। আমি খুব খুশি।'

তবে জানেন কি সর্দার উধমের চরিত্রটা সুজিত সরকার প্রাথমিক ভাবে প্রয়াত অভিনেতা ইরফান খানের জন্য, তাঁর কথা মাথায় রেখে লিখেছিলেন! তবে তিনি অকালে ওভাবে চলে যাওয়ার পর সেই চরিত্রের প্রস্তাব যায় ভিকির কাছে। তবে আজ ইরফান খানের চলে যাওয়ার এত বছর পরেও সুজিত যে তাঁকে প্রতিনিয়ত মিস করেন সেটা জানাতে ভুললেন না।

আরও পড়ুন: 'ওঁ এত মিষ্টি কেন!' বিমানবন্দরে ‘হঠাৎ দেখা’ ভিকির সঙ্গে, অভিজ্ঞতা জানিয়ে কী লিখলেন ভক্ত

প্রসঙ্গত এই ছবিতে পঞ্জাবের বিপ্লবী সর্দার উধমের গল্প দেখানো হয়েছে। জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন যে বলার বাইরে। এই ঘটনায় তিনি তাঁর একমাত্র প্রিয়জনকে হারান। তখন রাগে অন্ধ হয়ে ঠিক করেন এই ঘটনার নেপথ্যে যিনি রয়েছেন সেই জেনারেল মাইকেল ও ডায়ারকে তিনি হত্যা করবেন। যেমন ভাবা তেমন কাজ। ইংল্যান্ডে যান সেখানে গিয়ে তিনি এত নির্দোষ মানুষকে হত্যা করার বদলা নেন ডায়ারকে হত্যা করে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.