দিদি নম্বর ওয়ানে রবিবার সানডে ধামাকা এপিসোডে খেলতে এসেছিলেন বাংলা বিনোদন জগতের তারকারা। সেখানে প্রশ্মিতা পাল, অমৃতা দেবনাথ, চান্দ্রেয়ী ঘোষের সঙ্গে ছিলেন মিশকা হালিম ওরফে ফুলকির জেঠি শাশুড়ি। এদিন তাঁরা সকলেই তাঁদের বন্ধুদের সঙ্গে খেলতে এসেছিলেন। সেখানেই মিশকা তাঁর প্রেম জীবন সম্পর্ক জানান।
দিদি নম্বর ওয়ানে ফুলকির জেঠি শাশুড়ি
এদিন ফুলকি ধারাবাহিকের নায়িকার জেঠি শাশুড়ি মিশকা হালিম তাঁর জীবনের নানা কথা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাগ করে নেন। দিদি নম্বর ওয়ানের মঞ্চে তিনি এদিন জানান 'ভাগ্যিস আজ এখানে চরিত্রহীন হয়ে আসতে পেরেছি। সব জায়গায় ফুলকি শাশুড়ি হয়ে যেতে যেতে বিরক্ত হয়ে গিয়েছি। এখানেও ওই রূপে আসতে হলে কেঁদে ফেলতাম।' একই সঙ্গে তিনি জানান রাস্তাঘাটে কেউ তাঁকে দেখে চিনতে পারেন না কারণ তিনি একেবারে অন্যরূপে বেরোন। কেউ চিনতে পারলে তিনি সটাং নিজের পরিচিতি লুকিয়ে যান। বলেন, 'নানা আমি ওটা নই। অন্য কেউ হবে।' তাঁর এই কথা শুনে হেসে ফেলেন সকলে।
আরও পড়ুন: বড়ে মিয়া ছোটে মিয়া, ময়দান, মির্জা: এপ্রিলে সরগরম বড়পর্দা - OTT, কবে কোন ছবি মুক্তি পাচ্ছে?
এরপরই মিশকা জানান তিনি সিঙ্গল। পর্দায় তাঁর ছেলে মেয়ে থাকলেও তিনি আদতে প্রেম করছেন না বাস্তব জীবনে। কিন্তু প্রেমিক খুঁজছেন। তবে আফসোস করে জানান, 'এত বয়স্কের চরিত্র করছি যে এবার আর বুড়ো ছাড়া কাউকে পাব না। বাচ্চারা কেউ তাকাবে না। দাদুই জুটবে কপালে। তবে হট দাদু বা জেঠু হলে আপত্তি নেই...' মিশকা হালিমের এই কথায় সকলে হেসে ফেলেন।
আরও পড়ুন: 'শঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা - মাধবন, করণের ছবিতে ফাঁস হবে জালিয়ানওয়ালা বাগের কোন সত্য?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।