বাংলা নিউজ > বায়োস্কোপ > Shritama Bhattacharjee: সমুদ্রে গিয়েই ডেয়ারিং মুডে পুতুল, হাতে পেল্লাই সাইজের মাছ ঝুলিয়ে ছবি শ্রীতমার

Shritama Bhattacharjee: সমুদ্রে গিয়েই ডেয়ারিং মুডে পুতুল, হাতে পেল্লাই সাইজের মাছ ঝুলিয়ে ছবি শ্রীতমার

সমুদ্রে গিয়েই ডেয়ারিং মুডে পুতুল

Shritama Bhattacharjee: কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে ডেয়ারিং মুডে পুতুল। কী করলেন তিনি?

অভিনয় করতে করতে গেলে কত কিছুই বা করতে হয় জানতে হয়। পারতেও হয়। কিন্তু শুটিং মাঝে যদি আপনার আচমকাই ডেয়ারিং হওয়ার সাধ জাগে তখন? তেমনটাই কিছু ঘটল এদিন শ্রীতমা ভট্টাচার্যর সঙ্গে। অভিনেত্রীকে এখন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। আর সেই ধারাবাহিকের এখন আউটডোর শুট চলছে। তার মাঝেই এই কাণ্ড ঘটালেন তিনি।

কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে শিমুল তার বাকি তিন বন্ধু, তাদের সন্তান আর দুই ননদকে নিয়ে সমুদ্রে বেড়াতে এসেছে। সেখানেই তারা হইহই, মজা, নাচ, গান করছে। আর গোটা আউটডোর শুট যে মন্দারমণিতে হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আর সমুদ্রের ধার মানেই হরেক মাছ ভাজা, কাঁকড়া, আর অবশ্যই ডাব। আর তেমনই ভাবেই শ্রীতমাও বাকিদের মতো সমুদ্র সৈকতে গিয়েই ডাব হাতে পোজ দিতে দাঁড়িয়ে পড়েন। তবে ব্যাপার সেটা নয়। ব্যাপার হল তার আরেক হাতে থাকা পেল্লাই সাইজের মাছ। হ্যাঁ। আস্ত একটা বড় মাছ ধরে দাঁড়িয়ে আছেন তিনি, যদিও এক ঝলক দেখলে মনে হবে বুঝি বাদুড়। সঙ্গে আবার চোখ মেরে পোজ দিয়েছেন।

আরও পড়ুন: 'কোলে তুলে নিয়ে যাব...' শিমুলকে ফেরাতে তৎপর শাশুড়ি, তবে কি রাগের আড়ালেই লুকিয়ে ভালোবাসা?

আরও পড়ুন: এক বছর পরেও জ্যাস ম্যাজিকে বুঁদ দর্শক! সূর্য-দীপাকে হারিয়ে দিল ফুলকি?

অভিনেত্রীর এই দুঃসাহসিক কাণ্ড দেখে ভক্তরা তো রীতিমত ইমপ্রেসড! এক ব্যক্তি লেখেন, 'দিদিকে কেউ সামলাও, সমুদ্রে গিয়েই মাছ ধরে নিয়েছে। এমনই সিরিয়ালে পাগল পাগল দেখানো হচ্ছে তার মধ্য এখন কিছু হলে আর দেখতে হবে না।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনার এই হাসিমুখটা যেন সবসময় দেখতে পাই।'

বন্ধ করুন