বাংলা নিউজ > বায়োস্কোপ > Shruti Das Pujo Plan: প্রেমিক স্বর্ণেন্দুর বাড়িতেই পুজো কাটাবেন শ্রুতি, আরও একটা ইচ্ছের কথাও জানালেন

Shruti Das Pujo Plan: প্রেমিক স্বর্ণেন্দুর বাড়িতেই পুজো কাটাবেন শ্রুতি, আরও একটা ইচ্ছের কথাও জানালেন

স্বর্ণেন্দুর বাড়ির পুজোতেই ভাগ নেবেন, জানালেন শ্রুতি। 

Shruti-Swarnendu: এবারের দুর্গা পুজো নিয়ে আমজনতা থেকে তারকা সবারই উৎসাহ অনেকটাই বেশি। কারণ করোনার কাঁটা পেরিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে জীবন। টলিউডের নায়িকার শ্রুতি দাসের পুজো পরিকল্পনা কী, জেনে নিন। 

‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’র মতো ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন শ্রুতি দাস। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠানে কালী রূপে। এখন আর ছোট পরদাতে তাঁকে দেখা না পাওয়া গেলেও, চর্চার কিন্তু কোনও কমতি নেই। আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রুতি। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ছবি-ভিডিয়োও দিয়ে থাকেন প্রায়শই। এই যেমন জানালেন, পুজোটাও প্রেমিকারে বাড়িতেই কাটবে তাঁর।

পুজোর প্ল্যান সম্পর্কে শ্রুতি জানালেন, ‘আমার বয়ফ্রেন্ডের বাড়িতে পুজো হয়। তো দিনের বেলাটা ওখানেই থাকব। রাতে এই বছর ঠাকুর দেখার ইচ্ছে আছে। ওই পুজোর কাজ মিটে গেলে মাঝরাতের দিকে। যদিও এখনও সেভাবে কিছু ঠিক করিনি।’

শ্রুতি আর স্বর্ণেন্দুর বয়সের ফারাক নিয়ে একসময় কম কটাক্ষ হয়নি। এমনকী, শ্রুতির উপর সেই সময় অনেকেই অভিযোগ তুলতে থাকেন, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য এই সম্পর্ক। সবাইকে ভুল প্রমাণ করে বিগত কয়েক বছর ধরে তাঁরা সম্পর্কে আছেন। দু' বাড়িতেই যাতায়াত আছে দুজনের। হয়তো সামনের বছরই হবে বিয়ে। আরও পড়ুন: শ্যামলা হওয়ার বিড়ম্বনা? দেশের মাটি শেষের ১০ মাস পরেও কেন কাজ পাচ্ছেন না শ্রুতি?

‘দিদি নম্বর ১’-এ এসে স্বর্ণেন্দু যেমন বলেছিলেন, ‘বিয়ে করলে আলাদা কোনও পরিবর্তন আসবে না আমাদের সম্পর্কে। সামাজিক স্বীকৃতি মিলবে, ও হয়তো আমাদের বাড়িতে এসে থাকা শুরু করবে। কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যে যে সম্পর্ক আছে তা অটুট।’

আপাতত ঠিকঠাক কাজ না পাওয়া নিয়ে একটু চাপে আছেন অভিনেত্রী। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক অডিশন দিয়েছেন। এমনকী পার্শ্ব চরিত্র বা খলনায়িকার জন্য়ও। কিন্তু সবশেষে শুনতে হয়েছে ‘বাবু ভালো হয়েছে কিন্তু এটায় আমরা নিতে পারব না তোকে’। এমনকী বারবার টলিউড থেকে তাঁকে বলা হচ্ছে, ‘তোর মতো চরিত্র পেলেই আমরা ডাকব। তুই চিন্তা করিস না।’ এদিকে শ্রুতি নিজেও জানেন না, এই ‘তোর মতো’ চরিত্রটা আসলে ঠিক কী। তবে বরাবরই স্রোতের সঙ্গে ভাসতেই তিনি ভালোবাসেন। আর নিজের উপরে আত্মবিশ্বাস্যও তাঁর থাকে অটুট।

বন্ধ করুন