দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তাঁরা কখনই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। বরং দুজনকে হামেশাই একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গিয়েছে। কিন্তু এই জনপ্রিয় তারকা জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন? বিয়ের কথা উঠতেই কী জানালেন শ্রুতি?
কবে বিয়ে করছেন শ্রুতি হাসান?
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করছেন শ্রুতি হাসান। কিন্তু বিয়েটা কবে করছেন? এই বিষয়ে অভিনেত্রী জানান, 'বিয়ে শব্দটায় ভীষণ ভয় পাই। বিয়ের সঙ্গে এত কিছু জড়িত আছে যে আমি এই বিষয়ে ভাবতেই চাই না। আমি ওর সঙ্গে ভালো আছি, একসঙ্গে ভালো কাজ করছি, ভালো সময় কাটাচ্ছি। এটা বিয়ের থেকে অনেক ভালো নয়?'
আরও পড়ুন: জল থইথই ভালোবাসা ছোটবেলায় ফিরিয়ে দিল অপরাজিতাকে! লীনাকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন কোজাগরী?
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের প্রোমোতে অনুষ্কাকে দেখে ক্ষুব্ধ নেটপাড়া, সকলের প্রশ্ন, 'ওর ব্যাটিং পজিশন কী?'
শান্তনুর বিষয়ে কী জানালেন শ্রুতি?
তবে বিয়ে না করতে চাইলেও শ্রুতি স্পষ্ট করে দেন তিনি শান্তনুর সঙ্গে এই সম্পর্কে সুখী। তাঁদের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'শান্তনু এবং আমি আমাদের মতো করে বাঁচি। আমরা কোনও সামাজিক নিয়মের ধার ধারি না। লোকজন আমাদের বিয়ে নিয়ে কী ভাবছে আর কী ভাবছে না সেটাও ভাবি না। আমরা যতক্ষণ ভালো বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি ততক্ষণ তো আমি কোনও সমস্যা দেখতে পাচ্ছি না।'
তিনি তাঁদের সম্পর্কের বিষয়ে আরও বলেন, 'কঠিন সময়ে আমরা একে অন্যের পাশে থাকি। লড়াইয়ে কেউ আপনার পাশে থাকলে ভালো লাগে।'
শ্রুতির আগামী প্রজেক্ট
শ্রুতি হাসানকে আগামীতে সালার পার্ট ১ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে আছেন প্রভাস। এছাড়াও হলিউড ছবির দ্য আইতেও দেখা যাবে তাঁকে।