শুভ সূত্রধর। সোনি টিভির সুপারস্টার সিঙ্গার সিজন ৩-র সুবাদে এখন এই নামটির সঙ্গে পরিচিত সকলে। শিলিগুড়ির এই ১৪ বছরর কিশোরের কন্ঠের জাদুতে বুঁদ আসমুদ্র হিমাচল। অডিশন পর্বেই বাংলার গর্ব অরিজিৎ সিং-এর গান শুনিয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন শুভ। সময় যত গড়িয়েছে সেই মুগ্ধতা ততই বেড়েছে। আরও পড়ুন-খুদে অরিজিৎ সিং! শিলিগুড়ির শুভর গানে মুগ্ধ করণ, প্রীতমের অনুরোধে গাইলেন কেশরিয়া
নেট নাগরিকরা ইতিমধ্যেই শুভকে 'খুদে অরিজিৎ সিং' আখ্যা দিয়েছে। আর শুধু জনতা নয়, বেনি দয়ালের মতো গায়ক শুভকে নিয়ে বলেছন 'দ্বিতীয় অরিজিৎ সিং’। সুপারস্টার সিঙ্গারের আসন্ন এপিসোডে ফের একবার অরিজিতের গানে বাজিমাত করতে চলেছেন শুভ। তারই ঝলক সামনে এল।
চ্যানেল কর্তৃপক্ষ সামনে এনেছে এপিসোডের নতুন প্রোমো, সেখানেই মেন্টর অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে ডুয়েট গাইতে দেখা গেল শুভকে। অরিজিৎ সিং ও নীতি মোহনের গাওয়া ‘বস’ ছবির ‘হর কিসি কো নেহি মিলতা’ গানটি এদিন গেয়ে শোনালেন শুভ-অরুণিতা। শুভর হৃদয় নিংড়ানো আওয়াজে আবারও মোহিত সকলে।
কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘শুভ যতবারই গায় অরিজিৎ সিং-এর কথা মনে পড়ে’। আরেক নেটিজেন লেখেন, ‘শিলিগুড়ির গর্ব শুভ, সত্যিই আরেক অরিজিৎ সিং’। শো-এর সুপার জাজ নেহা কক্কর অবলীলায় জানান, ‘শুভ তোমার গান যখনই শুনি ভালো লাগে, তোমার আওয়াজ আসলে গোটা ভারতের আওয়াজ’। ক্যাপ্টেন দানিশ জানালেন, ‘নতুন করে কী আর বলব! অসাধারণ কন্ঠস্বরের অধিকারী তুমি, খুব ভালো লাগে তোমাকে শুনতে’।
সুপার সিঙ্গার সিজন ৩-র অডিশন পর্বে শুভর গান শুনে কয়েক মিনিটের জন্য় থমকে গিয়েছিল সকলে। গিটার হাতে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র ‘ভে কমলেয়া’ গেয়ে চমকে দিয়েছিলেন তিনি। এরপর প্রীতমের অনুরোধে অরিজিৎ সিং-এর ‘কেশরিয়া’ গানটি পারফর্ম করেন শুভ। সেবারও দশে দশ!
শুভর জনপ্রিয়তা এখন পাল্লা দিয়ে বাড়ছে। ক্যাপ্টেন পবনদীপ রাজনকে তো বলতে শোনা গিয়েছে, শুভর মহিলা অনুরাগীর সংখ্যা নাকি দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি সামলাতে তৈরি সে জানিয়ে দিয়েছে ক্যাপ্টেনদের।
সুপার সিঙ্গারের মঞ্চে চলতি সিজনে ক্যাপ্টেনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মদ দানিশ, সলমন আলি এবং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হর্ষ লিম্বোচিয়া। ইন্ডিয়ান আইডলের ট্রফি পরপর দু-বার হাতছাড়া হয়েছে বাংলার, তবে শুভকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলার সঙ্গীতপ্রেমীরা।