বচ্চন পরিবারের অশান্তির খবর এখন সংবাদ শিরোনামে। 'বহুরানি' ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে একদমই নাকি বনিবনা হচ্ছে না জয়া বচ্চন ও তাঁর কন্যে শ্বেতা বচ্চনের, এমনই জল্পনা। এর মাঝেই বচ্চনদের গ্র্যান্ড হোলি সেলিব্রেশনে অন্তরালেই থাকলেন ঐশ্বর্য রাই বচ্চন। শুধু অ্যাশ নন, উৎসবের দিন দেখা মেলেনি ঐশ্বর্য-কন্যা আরাধ্যার। আরও পডু়ন-শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা নেই! হোলিকা দহনে পাশাপাশি ঐশ্বর্য-জয়া, ঝামেলা মিটল?
মেয়ে আর নাতনির সঙ্গে রঙের উৎসবের জোয়ারে গা ভাসিয়েছেন অমিতাভ-জয়া। রঙের পরবের ঝলক উঠে এসেছে নভ্যা আর শ্বেতার ইনস্টাগ্রামের দেওয়ালে। সেই পোস্ট থেকে ‘বাদ’ ঐশ্বর্য-আরাধ্যা-অভিষেক। যদিও রবিবার রাতে হোলিকা দহনে অংশ নিয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য, সে প্রমাণ মিলেছিল নভ্যার ইনস্টা পোস্টে।
বলিপাড়ায় বচ্চনদের বাড়ির হোলির বেশ নামডাক বরাবরের। গত কয়েক বছরে কমেছে সেলিব্রেশনের বহর। শুধুমাত্র পরিবারের সদস্যরাই একজোট হয়ে কাটান এই দিনটা। বাইরের অতিথিরা খুব বেশি আমন্ত্রণ পান না। বচ্চনদের পারিবারিক কলহের খবর যেন ফের একবার স্পষ্ট হয়ে গেল এই দিনটায়। নভ্যার শেয়ার করা ছবিতে উঠে এল রঙ, পিচকারি, বেলুন আর হোলির দিনের এলাহি মেনুর ঝলক। মাটির থালায় সাজানো পঞ্চব্যাঞ্জন, মিষ্টি, শরবত! দাদু-দিদিমার সঙ্গে রঙ মেখে ভূত নভ্যা, অন্য একটি ছবিতে পিচকারি হাতে দোল খেলায় ব্যস্ত জয়া। আরেকটি ছবিতে মা শ্বেতা নন্দার কোলে বসে থাকতে দেখা গিয়েছে নভ্যাকে। এই সব ছবির ক্যাপশনে দাদুর জনপ্রিয় গানের লাইন ধার করে নভ্যা লেখেন, ‘রং বরসে…’।
নভ্যা একা নন, শ্বেতা নন্দা বচ্চানও দোলের রঙিন ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। ভাই অভিষেক ও বাবাকে আগলে একটি আদুরে ছবি পোস্ট করেন শ্বেতা। কিন্তু কোনওভাবেই মা-মেয়ের পোস্টে দেখা গেল না পরিবারের অপর দুই সদস্যাকে। তবে কি এবারের হোলি সেলিব্রেশনে অংশ নেননি ঐশ্বর্য-আরাধ্যা?
শ্বেতার কথায় হোলি তাঁর সবচেয়ে প্রিয় উৎসব। এদিন মেয়ে নভ্যাকে কোলে নিয়ে একটি মিষ্টি ছবি ভাগ করে নেন শ্বেতা। মেয়ের রঙ খেলার একটি মুহূর্তও ভাগ করে নেন। হোলিতে বাসন্তী কুর্তায় দেখা মিলল শ্বেতার। নভ্যার পরনে ছিল সুতোর কাজ করা সাদা কুর্তা। জয়া বচ্চন পরেছিলেন হলুদ-সাদা স্ট্রাইপ কুর্তা। রঙ থেকে চুলকে বাঁচাতে মাথায় বাঁধা ছিল ওড়না।
গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে বচ্চন পরিবার। নেপথ্যে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে ভাঙার গুঞ্জন। মাঝে এমনটাও শোনা গিয়েছিল, জলসা ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন রাই সুন্দরী। সব বিষয়ে ননদ শ্বেতা ও শাশুড়ির দখলদারিতে নাকি বিরক্ত অ্যাশ। তবে সেই সবের মাঝেও বেশ কয়েকবার প্রকাশ্যে একসঙ্গে দেখা মিলেছে অভিষেক-ঐশ্বর্যর।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে ননদ শ্বেতা নন্দার সঙ্গে অ্যাশের পাশাপাশি দেখা মিললেও পরস্পরকে যেন এড়িয়েই চলেছেন দুজনে। ২০০৭ সালে অভিষেকের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন নীল নয়না সুন্দরী। তারপর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক ছাদের নীচেই সংসার করেছেন। তবে মাস খানেক ধরেই কানাঘুষো নিত্য-অশান্তি লেগেই রয়েছে বচ্চন পরিবারে। হোলিকা দহনে ঐশ্বর্যর উপস্থিতি খানিক স্বস্তি দিলেও, হোলির দিন অ্যাশ-আরাধ্যার অনুপস্থিতি ঘিরে ফের কানাঘুষো শুরু।