আপাতত ৫-৮ সূর্যগড় প্রাসাদ পুরো বুকড। সম্ভবত সেই সময় বাইরের অতিথিদের প্রবেশের অনুমতি নেই এি বুটিক হোটেলে। জেনে নিন সূর্যগড় প্রাসাদের ব্যাপারে বিস্তারিত তথ্য।
1/6৪-৬ ফেব্রুয়ারি রাজস্থানে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি। খবর জয়সলমেরের রাজকীয় প্রাসাদ যা বর্তমানে বুটিক হোটেলে রূপান্তরিত হয়েছে তা ভাড়া করেছেন এই দুই তারকা। নাম সূর্যগড় প্রাসাদ। এই নিয়ে হবু দম্পতি মুখ না খুললেও ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডি-ডে সম্পর্কে বিশদে ভাগ করে নেওয়া একটি পাপারাজ্জো পোস্টে প্রতিক্রিয়া জানানো হয়েছে সূর্যগড় প্রাসাদের পক্ষ থেকে।
2/6ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, “আমরা #কিয়ারা আদবানি এবং #সিদ্ধার্থ মলহোত্রার বিয়ের অনুষ্ঠান কভার করতে জয়সলমের যাচ্ছি। আমরা আগামীকাল ওখানে নামব এবং তারপর একটি জিপ নিয়ে জয়সলমেরে যাব। একটি দলকে যোধপুর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে যদি অতিথিরা সরাসরি জয়সলমেরের চার্টার্ড ফ্লাইট না নিয়ে থাকেন তা ভেবে। আমরা নিশ্চিত নই যে আমরা কী ফুটেজ পেতে যাচ্ছি, তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। বেশিরভাগ ছবিই আজকাল তারকাদের দ্বারাই আপলোড করা হয় আমরা শুধু অপেক্ষা করি এবং দেখি। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি সূর্যগড় প্যালেসে বিয়ে হবে।
3/6আর তারপর পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে, সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল লিখেছে, ‘শীঘ্রই দেখা হবে’, সঙ্গে একটি হার্ট ইমোটিকন।
4/6খবর বলছে, এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে ১০০ অতিথির জন। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইট মতে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে এখানে। ভাড়া শুরু ২৮ হাজার থেকে।
5/6থর হাভেলি মানে সবচেয়ে দামি ঘরখানার ভাড়া ১ লাখ ৩০ হাজার। যেখানে রয়েছে ৩টি ঘর। একসঙ্গে থাকতে পারেন সর্বোচ্চ ৬জন। বিয়ের পর এখানেই কি তাহলে প্রথম রাতটা কাটাবেন কিয়ারা-সিদ্ধার্থ! এছাড়াও জয়সেলমের হাভেলির ভাড়া ৯৫ হাজার এক রাতের জন্য, সূর্যগড় স্যুটের এক রাতের খরচ ৭৫ হাজার।
6/6২০২১ সালে শেরশাহ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। ছবিতে, সিদ্ধার্থ পরম বীর চক্র (মরণোত্তর) পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছিলেন। আর কিয়ারার দেখা মেলে ডিম্পল চিমা চরিত্রে। শোনা যায় সেখান থেকেই প্রেমের সূত্রপাত। সেই হিসেবে সম্পর্কের বয়স প্রায় দু বছর। মাঝে এসেছিল তাঁদের বিচ্ছেদের খবর। তবে সেসব ঝড়-ঝাপটা সামলে এখন বিয়ের পিঁড়িে বসার অপেক্ষা।