২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি মোহর ওরফে ঐন্দ্রিলা সেন ও গায়ক দুর্নিবার সাহা-র কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান। ২০২৩ সালে ৯ মার্চ বসেছিলেন তাঁরা বিয়ের পিঁড়িতে। দেখতে দেখতে দেড় মাস বয়স হল ছেলের। প্রথমবার ছেলের ছবি ইনস্টাগ্রাম ওয়ালে শেয়ার করে নিলেন তিনি।
ক্যামেরার সামনে না এলেও, মোহর দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রসেজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। গায়ক দুর্নিবারকে বিয়ে করাতে এসেছেন আরও বেশি লাইমলাইটে। সন্তান আসার খবর শেয়ার করে দুর্নিবার লিখেছিলেন, ‘ছেলে হয়েছে --মোহর-দুর্নিবার’। সঙ্গে আরও লেখা, ‘কখনও ভাবতেই পারিনি একটা কান্না আমাদের এতটা আনন্দ দেবে।’
আরও পড়ুন: নবনীতাকে ডিভোর্স দিয়েই দ্বিতীয় বিয়ে জিতুর! ‘পরিবার আসলে…’, অনিচ্ছুক অভিনেতা?
এর আগে ভ্যালেন্টাইন্স ডে-র দিনকে বরের কোলে সন্তানের একটা ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি ইনস্টা স্টোরিতে। লিখেছিলেন, ‘সময় শক্ত হোক বা সহজ, তোমাদের দুজনের হাতটা সবসময় ধরে থাকতে চাই। আমার জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষকে ভ্যালেন্টাইন্স ডে-র অনেক শুভেচ্ছা।’
এবার ছেলের হাত ধরা একটি ছবি দিলেন। যদিও দেখালেন না মুখ। আর সাদা-কালো সেই ছবির ক্যাপশনে জুড়লেন, ‘যদি কিছু আমারে শুধাও / কি যে তোমারে কব? নীরবে চাহিয়া রব/ না বলা কথা বুঝিয়া নাও’। গানের লাইনেই জানালেন ভালোবাসা।
আরও পড়ুন: যাকে বলে হুড়মুড়িয়ে আয়! বিশ্বব্যপী শয়তান পেরলো ১০০ কোটি, ভারতে কত সংগ্রহ
২০১৭ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে হয়েছিল দুর্নিবার। তারপর একসঙ্গে ঘরও করছিলেন দুজন। ঘটা করে সামাজিক বিয়ে হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। তবে বছর ঘোরার আগেই ভেঙে যায় সম্পর্ক।
আরও পড়ুন: আমিরের তৃতীয় স্ত্রী আসার জল্পনা! তারই মাঝে ‘দ্বিতীয়’ কিরণকে নিয়ে ‘ভুল কথা’ সলমনের
২০২৩ সালেই দ্বিতীয়বার ছাদনাতলায় যান দুর্নিবার। এবার সঙ্গী মোহর ওরফে ঐন্দ্রিলা। শোনা যায়, ২০২৩ সালের শেষে সামপ্লেস এলসে একটি প্রোগ্রামে তাঁদের আলাপ। তারপর সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। আপাতত দুই থেকে তিন হয়ে সুখের সংসার।
কদিন আগে ছিল দুর্নিবার আর মোহরের প্রথম বিবাহবার্ষিকী। বিয়ের প্রথম বছর পূর্তি উপলক্ষে শুধু যে বিয়ের কিছু অদেখা ছবি ও মুহূর্ত ভাগ করে নেন দুর্নিবার তা নয়, সঙ্গে বিয়ে উপলক্ষে বানানো গানটিও। সোহাগ নামের সেই গান লিখেছেন ঋতম সেন। সুর দিয়েছেন শ্রবণ ভট্টাচার্য। আর গেয়েছেন দুর্নিবার নিজেই। গায়ে হলুদ থেকে সাত পাকে ঘোরা, রিসেপশনের সাজ, সবই রয়েছে সেখানে।