গত কয়েক বছর সোহেল খানের ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয়নি। সীমার সঙ্গে বিয়ে ভেঙেছে সলমনের ছোট ভাইয়ের। ২০২২ সালে ২৪ বছরের দাম্পত্যে ইতি টানেন সোহেল-সীমা। যদিও দীর্ঘদিন ধরেই আলাদা থাকছিলেন তাঁরা। আরও পড়ুন-চার মাসের অন্তঃসত্ত্বা দীপিকার পিঠে পোড়া দাগ! আচমকা হলটা কী হবু মায়ের
১৯৯৮ সালে মাত্র ২৯ বছর বয়সে ভালোবেসে সীমাকে বিয়ে করেছিলেন সোহেল। তবে সীমায় থিতু হওয়ার আগে সোহেলের জীবনে প্রেম আসেনি এমনটা নয়। ভাইপো আরহান খান (আরবাজ পুত্র)-এর সামনে এবার ব্যক্তিগত জীবন নিয়ে বেঁফাস সোহেল। সেলিম ও সলমা খান পুত্র জানান, একবার দুর্ঘটনাবশত প্রেমিকার জায়গায় প্রেমিকার মা-কে যৌন উত্তেজনাপূর্ণ স্পর্শ করেছিলেন, তবে পুরোটাই অজান্তে। অভিনেতা জানান, ডার্ক রুম খেলছিলেন তাঁরা। অন্ধকার আলমারিতে নিজের প্রেমিকা ভেবে প্রেমিকার মা-কে স্পর্শ করেন তিনি। ওই মহিলা খিলখিল করে হেসে উঠলে সোহেল বুঝতে পারেন গণ্ডোগোলটা।
সোহেলের কথা শুনে তাজ্জব আরহান খান ও তাঁর বন্ধুরা। সোহেল বলেন, ‘আমার এক প্রাক্তন প্রেমিকার বাড়িতে ডার্ক রুম খেলছিলাম। আমি একটা ওয়ারড্রবে গিয়ে লুকিয়েছিলাম, প্রেমিকার মা এসেও সেই আলমারিতেই লুকিয়ে পড়েন। অন্ধকার-বন্ধ আলমারিতে আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম আমার গার্লফ্রেন্ডই এসেছে। সেটা ভেবেই আমি ওকে স্পর্শ করা শুরু করি, কিন্তু সে আচমকা খিলখিল করে হেসে উঠলে আমার ভুল ভাঙে’। ডাম্ব বিরিয়ানির প্রথম এপিসোডে অতিথি হিসাব হাজির ছিলেন সোহেল।
অভিনেতা-প্রযোজক বলেন, এরপর তিনিও হেসে ফেলেছিলেন। তাঁদের সেই হাসাহাসির জেরে আলো জ্বালিয়ে দেওয়া হয় এবং মাঝপথেই খেলা শেষ হয়, সকলে প্রশ্ন করেছিল কী ঘটেছে…।
এই এপিসোডেই আরহান খান ফাঁস করেন আরবাজের ঘরকে ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ বলা হয়। যদিও কেন এমনটা বলা হয়, সেই কারণ ফাঁস করেননি অভিনেতা। ৬ এপিসোডের ডাম্ব বিরিয়ানিতে আরহানের পাশাপাশি রয়েছেন তাঁর দুই বন্ধু দেব রিয়ানি এবং আরুশ ভর্মা। তিন বন্ধুর ব্যক্তিগত জীবনের ঝলক উঠে আসবে এই ছ এপিসোডের সিরিজে। আরহানের জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে খান পরিবার। সুতরাং সোহেল-আরবাজদের পাশাপাশি সলমন খানকেও দেখা যাবে এই শো-তে। এছাড়া মালাইকা আরোরাও ছেলের শো-তে অতিথি হিসাবে হাজির হবেন।