বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohini Sarkar-Vikram Chatterjee: 'অমর সঙ্গী'দের জীবনে ঝড়! বিক্রমের সঙ্গে জুটি বেঁধে হাল ধরতে পারবেন কি সোহিনী?

Sohini Sarkar-Vikram Chatterjee: 'অমর সঙ্গী'দের জীবনে ঝড়! বিক্রমের সঙ্গে জুটি বেঁধে হাল ধরতে পারবেন কি সোহিনী?

কলকাতা প্রেমের গল্প বলবেন বিক্রম-সোহিনী

Sohini Sarkar-Vikram Chatterjee: বাংলায় আসছে নতুন জুটি। নতুন ছবি জন্য জুটি বাঁধতে চলেছেন সোহিনী সরকার এবং বিক্রম চট্টোপাধ্যায়।

টলিউডে আসতে চলেছে নতুন জুটি বড় পর্দায় এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন ভাগ করবেন সোহিনী সরকার এবং বিক্রম চট্টোপাধ্যায়। তাঁদের আসন্ন ছবির নাম ‘অমর সঙ্গী’। এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন দিব্যি চট্টোপাধ্যায়। এটাই তাঁর প্রথম ছবি। অর্থাৎ অমর সঙ্গী দিয়েই টলিউডে তিনি ডেবিউ করতে চলেছেন, যদিও বাংলায় প্রথম কাজ হলেও তিনি আরব সাগরের পাড়ে দীর্ঘদিন কাজ করেছেন। আফসোস সিরিজের কো-ক্রিয়েটর ছিলেন দিব্য।

এর আগেও ‘অমর সঙ্গী’ নামক একটি ছবি বাংলা পেয়েছে। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়তা পণ্ডিতকে দেখা গিয়েছিল। এটা কি তবে সেই ছবির সিকুয়েল নাকি অনুপ্রেরণা থেকে বানানো? না, না তেমন কিছুই না। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, 'এটা একটা ফিল গুড ছবি। এই ছবির সমস্ত চরিত্ররাই ভীষণ ভালো। তবে এটার সঙ্গে আফসোস সিরিজে আমরা যেমন ডার্ক হিউমার মিশিয়ে ছিলাম সেটার চেষ্টা করা হচ্ছে।'

এই ছবির গল্প আবর্তিত হবে অনুরাগ এবং জয়ীকে কেন্দ্র করে। এই দুই চরিত্রে থাকবেন বিক্রম এবং সোহিনী। ওঁরা ছোটবেলার বন্ধু যাঁদের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এমন একটা ঘটনা ওঁদের জীবনে ঘটে যায় যে গোটা জীবনের পথটাই অন্যদিকে বাঁক নেয়। এমন অবস্থায় কী করেন ওঁরা, আদৌ ওঁদের বিয়ে হয় কিনা সেটাই এই ছবিতে দেখা যাবে।

আরও পড়ুন: সিরিয়াল কিলারকে ধরতে তৎপর বিক্রম, স্বস্তিকার সহায়তায় ফাঁস হবে কি মেডিক্যাল স্ক্যামের পর্দা

ছবি প্রসঙ্গে বিক্রম বলেন, 'আগে কখনও সোহিনীর সঙ্গে কাজ করিনি। ও ভীষণ ভালো অভিনেত্রী। তাই ওর সঙ্গে কাজ করব ভেবে আমি খুশি।' অন্যদিকে সোহিনী বলেন, 'দিব্য আর বিক্রমকে বহুদিন ধরেই চিনি। ফলে আশা করছি মজা করে কাজটা করতে পারব। তাছাড়া এই ধরনের রমকম করতে আমার বেশ ভালোই লাগে।'

আরও পড়ুন: আট বছরে একটুও বদলায়নি বিক্রম, হঠাৎ কেন বললেন শোলাঙ্কি

আগামী শুক্রবার থেকে শুরু হবে এই ছবির শুটিং। অভিনব ঘোষ প্রযোজিত এই ছবিটির শুটিং মূলত উত্তর এবং দক্ষিণ কলকাতায় হবে। প্রসঙ্গত সদ্যই বিক্রমের ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি মুক্তি পেয়েছে। আগামীতে তাঁকে তথাগত চট্টোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিতেও দেখা যাবে। অরিন্দম ভট্টাচার্যের ‘দুর্গাপুর জংশন’-এও দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে সোহিনীকে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিরিজে দেখা যাবে।

বন্ধ করুন