বাংলা নিউজ > বায়োস্কোপ > Somy-Salman: 'পরিচারিকা বেডরুমের দরজা ঠকঠক করে আবেদন করত...', ফের সলমনকে নিয়ে বিস্ফোরক সোমি

Somy-Salman: 'পরিচারিকা বেডরুমের দরজা ঠকঠক করে আবেদন করত...', ফের সলমনকে নিয়ে বিস্ফোরক সোমি

আচমকা বিস্ফোরক সোমি আলি

Somy-Salman: আট বছর প্রেম করার পর পাক তরুণী সোমি আলির হৃদয় ভাঙেন সলমন খান। তারপর বলিউডকেই অলবিদা জানিয়েছিলেন এই প্রাক্তন অভিনেত্রী। নানান সময়ে প্রাক্তন প্রেম নিয়ে মন্তব্য করে থাকেন সোমি। সলমনকে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করে বসলেন তিনি।

নব্বইয়ের দশকে সলমন খান-সোমি আলির প্রেম ছিল খুল্লমখুল্লা। তাঁদের তিক্ত বিচ্ছেদ বলিউডে কারও অজানা নয়। প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে একাধিকবার হেনস্থার অভিযোগ তুলেছেন সোমি আলি। ফের একবার সলমনকে নিয়ে নতুন বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অভিনেত্রীর।

বলিউডের ‘ভাইজানে’র নামে ভয়ঙ্কর অভিযোগ তুললেন সোমি আলি। সলমনের সঙ্গে তিক্ত সম্পর্কের কথা বলতে গিয়ে সম্প্রতি প্রাক্তন অভিনেত্রীর অভিযোগ, ‘আমার বাড়ির পরিচারিকা সহ আশেপাশের সবাই সচেতন ছিল… ও আমাকে হেনস্থা করতে পারে। আমার পরিচারিকা বেডরুমের দরজা বারবার ঠকঠক করে ওর কাছে আবেদন করত, যেন ও আমাকে আর না মারে।' আরও অভিযোগ, ‘ক্ষত ঢাকতে মেকআপ আর্টিস্ট আমার ঘাড়ে প্রচুর ফাউন্ডেশন লাগাতো।'

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন সোমি। প্রসঙ্গত ১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সলমন আর সোমি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই সলমনের প্রেমে পড়েছিলেন প্রাক্তন অভিনেত্রী। এরপর পাকিস্তান থেকে ভারতে ‘পালিয়ে’ আসেন  তিনি। 

আরও পড়ুন: ফ্য়াশন কা জালওয়া, বছরের শুরুতে জর্জিয়ার লেটেস্ট ফটোশ্যুট দেখে বোল্ড আউট নেটিজেন

সলমনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে খুব বেশি সময় লাগেনি সোমির। তখন যদিও অন্য সম্পর্কে ছিলেন সলমন, তাই সোমির প্রেম প্রস্তাব খারিজ করেছিলেন। ‘বুলন্দ’ নামের এক ছবিতে সলমনের নায়িকা হওয়ার সুযোগ পান সোমি। শ্যুটিংও শুরু হয়েছিল ছবির, তবে মাঝপথে আটকে যায় সেই প্রোজেক্ট। তবে আটকায় সোমি-সলমনের প্রেম। দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। সলমনের সঙ্গে প্রেম ভাঙার পর বলিউড ছাড়েন এই পাক সুন্দরী।

জানা যায়, সোমির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সলমনের। এর জেরেই ভাঙে দুজনের সম্পর্ক। সাত বছরের ফিল্মি কেরিয়ারে ‘কৃষণ অবতার’, ‘অন্ত’, ‘আও প্যায়ার করে’, ‘আন্দোলন’, ‘তিসরা কৌন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সোমি আলি।

১৯৯৯ সালে সলমনের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর পাকাপাকি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান সোমি। সেখানে নতুন করে উচ্চশিক্ষা শুরু করেন। এরপর লেখিকা, সমাজকর্মী হিসাবে নিজের পরিচয় গড়ে তুলেছেন। দক্ষিণ এশিয়ার পিছিয়ে পড়া দেশগুলির নারীর ক্ষমতায়ন নিয়েও সোচ্চর এই প্রাক্তন অভিনেত্রী।

 

 

বন্ধ করুন