৯ জুন, ৩৮-এ পা দিলেন অভিনেত্রী সোনম কাপুর। সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। স্ত্রী সোনমকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন তাঁর স্বামী তথা শিল্পপতি আনন্দ আহুজা।
ঘর ভর্তি সাজানো বেলুন দিয়ে, একরত্তি ছেলে বায়ুকে কোলে নিয়ে কাউচে বসা সোনম। মা-ছেলে দুজনেই তাকিয়ে গ্যাস বেলুনের দিকে। ছেলের সঙ্গে সোনমের এই আদুরে ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে আনন্দ লেখেন, ‘সকলটা এমনই কেটেছে! হ্যাঁ, বেলুনগুলি আজকের জন্য এখানে, তবে মনোভাব, কৃতজ্ঞতা এবং সম্পূর্ণভাবে বেঁচে থাকার প্রতিশ্রুতি যেভাবে তুমি তৈরি করেছ বাড়িতে প্রতিদিনের অনুশীলন। যদি আমরা প্রতিদিনই তোমার জন্মদিনের মতো করে ভাবি, তাহলে যেন সম্পূর্ণ ভাবে বাঁচতে পারব। শুভ জন্মদিন আমার জান। আমাদের বায়ু’।
স্বামীর পোস্টে পালটা মন্তব্য করে সোনম লেখেন, ‘তোমার অনেক ভালোবাসি আমার দেবদূত, সেরা বন্ধু এবং আমার গোটা জীবনটা তোমায় ঘিরে’। নেটিজেনরাও পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলি ডিভাকে। আরও পড়ুন: ‘বিগ বস ওটিটি ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, কবে শুরু এই সিজন, ফাঁস করলেন সলমন
বলিপাড়ার ‘ফ্যাশনিস্তা গার্ল’-এর তকমা দেওয়া হয় সোনমকে। তাঁর মোহময়ী রূপে বরাবরই আচ্ছন্ন থাকেন ভক্তরা। ২০১৮ সালে সোনম ও আনন্দের বিয়ে হয়। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছিলেন কয়েক বছর। আনন্দের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে সেভাবে কাজ করেননি। গত বছরের অগস্ট মাসে পুত্রসন্তানের জন্ম দেন সোনম। ছেলেকে নিয়ে এখন দিন কাটছে নায়িকার।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে মা হওয়ার বিষয় বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, করোনার জন্য কীভাবে পিছিয়ে যায় তাঁর মা হওয়ার পরিকল্পনা। সোনম বলেন, ‘সত্যি বলতে যখন বিয়ে করেছিলাম তখন ভেবেছিলাম বাচ্চা নেওয়ার জন্য দু বছর অপেক্ষা করব। এরপর করোনা মহামারী এল। আমি আমার বন্ধুদের মুখে শুনলাম কী ভীষণ পরিস্থিতির মুখে পড়েতে হয়েছে ওদের এই করোনার সময়ে, হাসপাতালে যাওয়া, বাবা-মাদের নিজের সঙ্গে রাখা নিয়ে। ভারতে তোমার মা, তোমার শ্বশুরবাড়ির লোক আমার সাপোর্ট সিস্টেম। তুমি সবসময় ওদের নিজের পাশে চাও, নিজের সঙ্গীকে পাশে চাও। চাও ওরা হাসপাতালে আসুক… তাই আমি আর আনন্দ ভেবে ঠিক করলাম আরও একটু অপেক্ষা করব।’
অভিনেত্রীর কথায়, ২০২১ সালের জুনে আমার জন্মদিনের দিন বরকে বললাম, ‘অনেক হয়েছে। আমার মনে হয় আর অপেক্ষা করা ঠিক হবে না। এটাই সময়’। এরপর ইংল্যান্ডে আর ভারতে কিছু পরীক্ষা করাই। ডাক্তাররা জানায় সব ঠিক আছে। বলে চেষ্টা করতে। আর ডিসেম্বরের পাই খুশির খবর।’