বাংলা নিউজ > বায়োস্কোপ > বাইপ্যাপে অবস্থার উন্নতি হয়নি, সৌমিত্রকে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত

বাইপ্যাপে অবস্থার উন্নতি হয়নি, সৌমিত্রকে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত

সৌমিত্র চট্টোপাধ্যায় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

বাইপ্যাপ ভেন্টিলেশন উন্নতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর।

বাইপ্যাপ ভেন্টিলেশনে উন্নতি হয়নি। তাই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে হাসপাতাল সূত্রে এই খবর মিলেছে।

সাধারণ মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট না হলে রোগীকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়। সেক্ষেত্রে ফুসফুসে অক্সিজেন পাঠানো হলেও রোগীর শ্বাসপ্রশ্বাস পুরোপুরি যন্ত্রনির্ভর হয় না। হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাত থেকে প্রবীণ অভিনেতাকে সেই বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়। তাঁকে পর্যবেক্ষণ রাখে ১২ জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল। তখন ঠিক হয়েছিল, পরে প্রয়োজন হলে পুরোপুরি তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হতে পারে। কিন্তু মঙ্গলবার দুপুরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সৌমিত্রবাবুকে ইনটেনসিভ ভেন্টিলেশনে (পুরোপুরি যন্ত্রনির্ভর) রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকালেই হাসপাতাল সূত্রে খবর মিলেছিল, প্রবীণ অভিনেতার সামান্য জ্বর আছে। এখনও বিপন্মুক্ত নন তিনি। তবে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তি দিয়ে জানানো হয়েছিল, সামগ্রিকভাবে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, চিকিৎসকদের চিন্তায় রেখেছে সৌমিত্রবাবুর জ্বর। এখনও তা পুরোপুরি কমানো যায়নি। একইসঙ্গে তাঁর শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তবে তা ওষুধের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে বলে আশা করছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, সোমবার তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়েছে। তাতে আশঙ্কার কোনও খবর মেলেনি। মঙ্গলবারও তাঁর একাধিক পরীক্ষা করা হতে পারে বলে খবর।

গত ৫ অক্টোবর সৌমিত্রবাবুর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। পরদিনই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তারপর থেকেই সেই হাসপাতালে আছেন কোটি-কোটি মানুষের প্রিয় 'ফেলুদা'। তারইমধ্যে শুক্রবার সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। মূত্রথলিতে সংক্রমণ হয়েছে বলে জানানো হয়। পরে দ্বিতীয় প্লাজমা থেরাপির পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

বায়োস্কোপ খবর

Latest News

সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম' 'যারা ভোট লুঠ করতে চাইছে, তাদের জন্য এবার…' সুপ্রিম রায় নিয়ে উচ্ছসিত মোদী

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.