দেবের ‘প্রধান’ নিয়ে চর্চার শেষ নেই। এই ছবির অন্যতম আকর্ষণ ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু। দেবের হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক পিছু ছাড়েনি সৌমিতৃষার। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কি না সন্দেহ’। এরপরেই ‘অহংকারী’ তকমা জোটে তাঁর। আরও পড়ুন-‘যখন প্রয়োজন ছিল…’, দেবের নায়িকা হতেই ‘তোর্সা’কে আনফলো সৌমিতৃষার! বিস্ফোরক তন্বী
দিন কয়েক যেতে না যেতেই ফের বিস্ফোরণ। নাম না করেই সৌমিতৃষার একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী তথা মিঠাই সহ-অভিনেত্রী তন্বী লাহা রায় অর্থাৎ 'বড়জা' তোর্সা নাম করেই বেঁধেন নায়িকা। কারণ ইনস্টাগ্রামে তন্বীকে আনফলো করে দিয়েছেন সৌমিতৃষা। নায়িকার এই কাণ্ডে হতাশ হন মিঠাই ভক্তরাও। সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে এই ব্যাপারে প্রশ্ন করা হলে ঘুরিয়ে উত্তর দিলেন সৌমিতৃষা, তবে প্রশ্ন এড়িয়ে যাননি। স্পষ্ট বলেন, তিনি বদলাননি।
অহংকারী তকমা এবং তন্বীকে আনফলো করার প্রসঙ্গে টলি ফোকাস কলকাতাকে সৌমিতৃষা বলেন, 'সেটা নিয়ে নিউজ কী করে হল? আমরা তো আসা যাওয়ার পথে কত হোঁচট খাই, কত ফলো করি,কত আনফলো করি। বাব্বা! এতো ফেমাস আমি, সত্যি বলছি আমি জানি না আমি এত ফেমাস। কোনদিন দেখব আমি কী খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে! আমি তো নিজের স্ট্রাগল বেচবো না। বলব না আমি এই কষ্ট করেছি,ওই করেছি সেটা কোনওদিন বলব না। সবাই কষ্ট করেই এগোয়। আমিও তাই পেয়েছি। যারা কষ্ট করে এগোয়, তাঁদের জীবনে কখনও অহঙ্কার আসে না'।
প্রধান-এর কাহিনিতে সৌমিতৃষার কম স্ক্রিনস্পেশ নিয়েও নিন্দকরা হাসাহাসি করছেন। সেই সম্পর্কে অভিনেত্রীর সাফাই তিনি রুমির চরিত্র নিয়ে খুশি। মিঠাইরানি বলেন, ‘বুঝতে হবে এটা লাভস্টোরি না ফ্যামিলি স্টোরি। যারা আমাকে ভালোবাসে তাঁরা তো বেশি সময় আমাকে দেখতে চাইবেই। সেটা আমার প্রাপ্তি। তবে এখানে (প্রধানে) সব দেখা যাবে। এখানে রোম্যান্স রয়েছে, এখানে ইমোশন রয়েছে। ফাইট সিন য়েছে। রাজনীতি রয়েছে, সোশ্যাল মেসেজ রয়েছে। শেষে যে জিনিসগুলো রয়েছে, যখন ব্যালট পেপার চুরির ঘটনা রয়েছে। সেখানে আমি গিয়ে কী করব! সেখানে আমি গিয়ে কী বলব, চলো আমিও খুঁজছি। এইটুকুই বলব- আমি নিজের চরিত্র নিয়ে খুশি।’
প্রসঙ্গত, গত রবিবার কারুর নাম না করেই ইনস্টাগ্রামে তন্বী লেখেন, ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োোজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছোন…! জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে, তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন (কেন)? কোলাব করে রেখেছিলেন (কেন)? যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা। তবুও চাইব আরও ভালো হোক, ভগবান মঙ্গল করুক'।
অভিজিৎ সেনের প্রধানে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা। খবর, দেবের আগামী ছবি ‘খাদান’-এ নাকি ইধিকার পাশাপাশি অভিনয় করবেন সৌমিতৃষাও।