ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন দেবের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ে না মিঠাইরানির। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারের জেরে ‘অহংকারী’ তকমা জুটেছিল সৌমিতৃষার, ফের সমালোচনার মুখে সৌমিতৃষা। এবার মিঠাই ভক্তরাও তাজ্জব নায়িকার ‘কীর্তি’তে।
সাফল্য পেতেই পুরোনো বন্ধুদের ভুলে গেলেন সৌমিতৃষা? সৌমিতৃষার নতুন ইনিংস নিয়ে আশ্চর্যজনকভাবে চুপ মিঠাই পরিবার। একমাত্র উদয় বাদে প্রধানের জন্য কেউ উইশ পর্যন্ত করেনি সৌমিতৃষাকে। এর মাঝেই বোমা ফাটালেন মোদক পরিবারের বড় বউ মানে তন্বী লাহা রায়।
কারুর নাম না করেই রবিবার ইনস্টাগ্রামে তন্বী লেখেন, ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োোজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছোন…! জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে, তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন (কেন)? কোলাব করে রেখেছিলেন (কেন)? যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা। তবুও চাইব আরও ভালো হোক, ভগবান মঙ্গল করুক'।
টেস বুড়ির সঙ্গে পর্দায় শুরুর দিকে একদমই বনিবনা হত না মিঠাইয়ের। তবে সতীন কাঁটা থেকে একটা সময় মিঠাইয়ের সাপোর্ট সিস্টেম হয়ে উঠে তোর্সা। অফস্ক্রিনে শুরু থেকেই দুজনের বন্ডিং ছিল নজরকাড়া। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সম্পর্কের সমীকরণ?
তন্বী কারুর নাম না করেলও মিঠাই ভক্তরা চটপট বুঝে ফেলে গোটা ব্যাপারটা। ইনস্টায় সৌমিতৃষা আনফলো করেছেন তন্বীকে। সৌমিতৃষার ফলোয়িং তালকায় এখন ‘বাদ’ বড়জা। অন্যদিকে ইনস্টাগ্রামে সৌমিতৃষার সঙ্গে তন্বীর বেশকিছু ‘কোলাব’ পোস্ট ছিল, সেখান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন সৌমিতৃষা। শুধু তন্বী নন, মিঠাই সহ-অভিনেতা ধ্রুব সরকার অর্থাৎ সোমকেও আনফলো করেছেন অভিনেত্রী। তবে পুরোনো পোস্ট বা বেশকিছু কোলাব ভিডিয়ো এখনও রয়েছে তাঁদের।
সৌমিতৃষা এই নিয়ে এখনও চুপ, তবে তাঁর ভক্তরা কিন্তু সরব হয়েছেন। সৌমিতৃষার এক অনুরাগী লেখেন, ‘সৌমিদি তো ধ্রুব দা আর তন্বীদি ছাড়া মিঠাই পরিবারের কাউকেই ফলো করতো না। আর আনফলো করেছে অনেক আগেই। জানি না, তন্বীদি এখন কেন এইসব লিখেছে, বা আদৌ সৌমিতৃষাকে নিয়েই লিখেছে কিনা’।
মিঠাই-এর হিরো আদৃতের সঙ্গে সৌমিতৃষার ঝামেলার গুঞ্জন সিরিয়াল চালাকালীনই প্রকাশ্যে এসেছিল। একটা সময় তো একসঙ্গে মিডিয়ার মুখোমুখি পর্যন্ত হতেন না দুজনে। সৌমিতৃষা-আদৃতের অনস্ক্রিন কন্যে মিষ্টি মানে অনুমেঘার ছবিও (কাবুলিওয়ালা) প্রধানের সঙ্গেই মুক্তি পেয়েছে। অনুমেঘাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আদৃত। প্রত্যাশামতোই সৌমিতৃষার জন্য সোশ্যালে একটা শব্দও খরচ করেননি অভিনেতা।