বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav-Phulki Dance: দাদার সঙ্গে ‘ঝুমকা’য় ঠুমকা ফুলকির! দাদাগিরির মঞ্চে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাজির দিব্যানি

Sourav-Phulki Dance: দাদার সঙ্গে ‘ঝুমকা’য় ঠুমকা ফুলকির! দাদাগিরির মঞ্চে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাজির দিব্যানি

ফুলকির সঙ্গে জমিয়ে নাচ দাদার 

Sourav-Phulki Dance: দাদাগিরির মঞ্চে হাজির ফুলকি পরিবার। জি বাংলার নায়িকার সঙ্গে আলিয়ার হিট গানে কোমর দোলালেন সৌরভ। 

দাদাগিরি-র মঞ্চে সৌরভ নিজেই ফাঁস করেছেন মাঝরাস্তায় তাঁর নাচ দেখে ‘লজ্জিত’ মেয়ে সানা। মা প্রথিতযশা নৃত্যশিল্পী, তবে বাবাকে ডান্স করতে দেখলে খুব লজ্জা পায় সৌরভ কন্যা। কিন্তু সেই লজ্জাকে থোড়াই কেয়ার। দাদাগিরির মঞ্চে সৌরভের নামে ফুলস্টপ নেই। শনিবারের এপিসোডে জামাল কুদু গানে জমিয়ে নেচেছিলেন দাদা আর রবিবার রাতে পছন্দের নায়িকা আলিয়ার গানে নাচলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে নিজের মুখেই বলেছেন, আলিয়া ভাট তাঁর পছন্দের অভিনেত্রী। রবিবার রাতে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল টিম ফুলকি। জি বাংলার মিষ্টি নায়িকা দিব্যানি মণ্ডলের সঙ্গে ‘রানি’ আলিয়ার ঝুমকা সং-এ ঠুমকা লাগালেন সৌরভ। এদিন নাছোড় বান্দা দিব্যানি। আবদারের সুরে তিনি জানান, ‘আমি জানি আলিয়া তোমার পছন্দের নায়িকা…’। নায়িকার কাতর আবেদন ফেলেননি সৌরভ। স্পোর্টিংলি ঝুমকা গানে নাচলেন দাদা। সঙ্গ দিলেন ফুলকির নায়ক অভিষেকও। তিনি কিন্তু দুর্দান্ত ডান্সার। 

দিব্যানিকে দেখে এদিন নাচের হুক স্টেপ নকল করার চেষ্টা করেন সৌরভ। দাদাগিরি-র ১০ নম্বর সিজন শুরু থেকেই জমে ক্ষীর দাদার নাচে! ক্যামেরার সামনে নাচতে এতটুকুও দ্বিধাবোধ করেন না দাদা। এই এপিসোডেই ফুলকির সতীন,‘শালিনী’ (শার্লি মোদক) সৌরভকে দু-বছর আগের এক ভাইরাল নাচের ভিডিয়ো নিয়ে প্রশ্ন করেন। লন্ডন আইয়ের সামনে একেবারে মনের আনন্দে, প্রাণ খুলে নাচছেন ‘দাদা’! সেই ভিডিয়ো নিয়েই শার্লি জানতে চান। সৌরভ জবাবে বলেন, ‘সানা সবচেয়ে বেশি লজ্জিত ছিল। বাবাকে নাচতে দেখলে কেউ এত লজ্জায় পড়তে পারে, ওকে না দেখলে আমার জানা ছিল না।’ তবে কথায় আছে না,'যেমন বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল'! সৌরভ যোগ করেন, ‘ও যত এমবারেসড হয়েছে, তত নাচ বেড়েছে’।

তাঁর নাচ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়কেও। এক ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে পৌঁছে ডোনা বলেছিলেন,‘ভাসান ডান্স হল বাঙালির প্যাশন। মহারাজাদাও খুব নাচেন… ভাসান ডান্স। যখনই খুশি হয় তখনই নাচতে শুরু করে দেয়’।

এদিন দাদাগিরির মঞ্চে নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়েছিলেন ফুলকি দিব্যানি। তাঁকে বলতে শোনা গেল, স্কুল ও কলেজ জীবনে স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি বন্ধু হয়নি তাঁর। বাবা-মা আর ভাইকে নিয়েই তার জগত। আর তার বাইরে দিব্যানির সারাক্ষণের সঙ্গী কৃষ্ণ ও রাধারানি। কৃষ্ণ-রাধা কাঠের বিগ্রহ নিয়েই পৌঁছেছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমার বাড়িতে ৫টা গোপাল, একটা রাধা আছে। তাঁদের তো নিয়ে আসতে পারিনি, কিন্তু এঁরা আমার সঙ্গেই থাকেন’। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.