৩৮-এ পা রাখলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। মধ্য রাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। বলিউড থেকে টলিউড অনেকেই তারকাই মৌনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ দিনে ভক্ত থেকে তাঁর বন্ধুরা সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায়।
বলিউড অভিনেত্রী দিশা পাটানিও তাঁর সেরা বান্ধবীকে জন্মদিনের বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দিশা মৌনির জন্য বিশেষ বার্তা লিখেছেন। বি-টাউনের দুই বেস্টফ্রেন্ড বলা যায় দিশা এবং মৌনিকে। দু'জনকে প্রায়ই ডিনার করতে এবং ছুটির দিনে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি, মৌনি দিশা এবং সোনম বাজওয়ার সঙ্গে তাঁর প্রাক-জন্মদিন উদযাপন করেছেন। আরও পড়ুন: যেন ডিজনির পরী! 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'-এর প্রচারে ঝলমলে সাজে ভূমি-শেহনাজ
দিশা তাঁর সেরা বান্ধবীর জন্য একটি বিশেষ বার্তা লিখেছেন
দিশা পাটানি এ দিন সোশ্যাল মিডিয়ায় মৌনি রায়ের সঙ্গে অনেক ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন। মৌনি রায় ও দিশার বন্ধুতের ছবি ফুটে উঠেছে পোস্টে। কিছু ছবি দুজনের একসঙ্গে ছুটি কাটানোর মুহূর্তের, আবার কোনওটিতে দুজনকে পার্টি করতে দেখা গিয়েছে।
ছবি এবং ভিডিয়োগুলি শেয়ার করে ক্যাপশনে দিশা লিখেছেন, ‘আমার মৌনজ, তুমি আমার কাছে বিশেষ। এই বছর আশ্চর্যজনক ভাবে আমার জীবনটাকে বদলে দিয়েছ। তোমার সঙ্গে আমার অনেক ভালো স্মৃতি জুড়ে রয়েছে। আমার হৃদয়ের কাছের সবচেয়ে সুন্দরী নারীকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেখানেই যাও ভালোবাসা এবং ইতিবাচক ভাইব ছড়িয়ে রাখো। আমি তোমাকে ভালোবাসি’।
প্রাক জন্মদিন উদযাপন
কয়েকদিন আগে মৌনি রায় বান্ধবী দিশা পাটানি এবং পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গে তাঁর প্রাক-জন্মদিন উদযাপন করেছিলেন। প্রাক জন্মদিনের ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছিলেন মৌনি।
শীঘ্রই OTT-তে আত্মপ্রকাশ করবেন
শীঘ্রই 'সুলতান অফ দিল্লি' ছবির মাধ্যমে OTT-তে ডেবিউ করবেন মৌনি রায়। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। এর আগে, অভিনেত্রীকে অয়ন মুখোপাধ্য়ায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা'-এ দেখা গিয়েছে।