বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreemoyee-Kanchan Honeymoon: বিয়ে সেরেই পাহাড়ের কোলে মধুচন্দ্রিমায় মজে কাঞ্চন-শ্রীময়ী? ছবি ঘিরে হইচই!

Sreemoyee-Kanchan Honeymoon: বিয়ে সেরেই পাহাড়ের কোলে মধুচন্দ্রিমায় মজে কাঞ্চন-শ্রীময়ী? ছবি ঘিরে হইচই!

কাঞ্চন-শ্রীময়ী হানিমুনে লাদাখে? 

Sreemoyee-Kanchan Honeymoon: আইনি বিয়ে সেরেই লাদাঘে হানিমুনে কাঞ্চন-শ্রীময়ী? সোশ্যাল মিডিয়ায় ছবি এল প্রকাশ্যে। তবে এই ছবির সত্যতা আপনাকে অবাক করবে! 

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হট টপিক কাঞ্চন-শ্রীময়ী বিয়ে! দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের খবর জানাজানি হওয়ার দু-দিনের মধ্যেই শ্রীময়ীর সঙ্গ সই-সাবুদ করে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক।

আর বিয়ের খবর সামনে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রকাশ্যে কাঞ্চন-শ্রীময়ীর রোম্যান্টিক ছবি। পাহাড়ের কোলে একান্ত সময় কাটাচ্ছেন নবদম্পতি। কাঞ্চনের তৃতীয় স্ত্রী ২৭ বছরের ছোট শ্রীময়ী। তবে বয়সের ফারাক, কাঞ্চনের ডিভোর্সি তকমা কোনওটাই বাধা হয়নি এই প্রেম কাহিনিতে। বিয়ের পরদিনই শ্রীময়ীর সোশ্যাল মিডিয়ায় উঠে এল চমকে দেওয়ার মতো ছবি। লাদাখের পাহাড়ের কোলে পাশাপাশি দাঁড়িয়ে দুজনে। কাঞ্চনের বাহুলগ্না তাঁর নতুন বউ।

ছবিতে শ্রীময়ীর পরনে রয়েছে নিয়ন রঙের ক্রপ পুলওভার টপ। সঙ্গে ডেনিম শর্টস। কাঞ্চন পরে আছেন ক্যাজুয়াল আউটফিট। অভিনেত্রীর এক আত্মীয় এই ছবি পোস্ট করে লেখেন, এবার আরও অনেকবেশি গোটা পৃথিবী এবার ঘুরে দেখ'। কমেন্ট বক্স শ্রীময়ী আবার লিখেছেন, মাই গড। সেই পোস্টে শ্রীময়ী-কাঞ্চন ছাড়াও অভিনেত্রীর বাবা-মা-সহ পরিবারের আরও অনেক সদস্যর দেখা মিলেছে। তবে কি বিয়ে সেরেই হানিমুন ট্রিপে দুজনে?

এর জন্য ফিরে যেতে হবে প্রায় তিন বছর আগে! ২০২১ সালের অগস্ট মাসে লাদাখ ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী। ফলাও করে সেই লাদাঘ ট্রিপের একের পর এক ছবি শেয়ার করেছিলেন ইনস্টগ্রামে। সেই ট্রিপের এই ছবি এটি, তা বুঝতে অসুবিধা হওয়ার নয়। ২০২১ সালের জুন মাসে প্রথম কাঞ্চন-পিঙ্কির দাম্পত্য কলহের ঘটনা সামনে আসে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন পিঙ্কি। পালটা ক্ষোভ উগরে স্ত্রীর নামে পালটা অভিযোগ দায়ের করেন সদ্য তৃণমূলের বিধায়ক পদে অসীন কাঞ্চন মল্লিক।

শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে থাকার কথা উড়িয়ে দিয়েছিলেন কাঞ্চন। অথচ সেই ঘটনার দু-মাসের মধ্যেই শ্রীময়ীর পরিবারের সঙ্গে লাদাঘ ট্রিপে গিয়েছিলেন তিনি। আশ্চর্যের ব্যাপার হল ‘মেন্টর’ কাঞ্চনের সঙ্গে সেই সময় কোনও ছবি পোস্ট করেননি শ্রীময়ী। তবে এখন আর গোপনীয়তার কোনও প্রয়োজনীয়তা নেই। কারণ এখন তাঁরা আইনত স্বামী-স্ত্রী।

আপাতত কলকাতাতেই আছেন শ্রীময়ী-কাঞ্চন। ব্যস্ত সামাজিক বিয়ের প্রস্তুতি নিয়ে। পাশাপাশি সান বাংলায় আসছে শ্রীময়ীকে দেখা যাচ্ছে নতুন এক মেগায়। সেই নিয়েও ব্যস্ত অভিনেত্রী। 

সোমবার আইনি বিয়ে ছবি সোশ্যল মিডিয়ায় পোস্ট করে ভালোবাসায় ইস্তেহার দিয়ে শ্রীময়ী লেখেন, ‘মিস্টার মল্লিক তুমি শুধু আমারই…’। দীর্ঘ পোস্টে অভিনেত্রী মনে কথা লেখেন। 'জীবনে কেবল মাত্র একবার এমন কারও সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যিনি আপনার মন ভেজাতে পারবেন, যিনি আপনার পেটে প্রজাপতি অনুভব করাতে পারবেন এবং আপনার হাঁটুজোড়াও কাঁপাতে সক্ষম হবেন। স্নেহ এবং ভালবাসা দিয়ে কারও জীবন বদলে দিচ্ছেন, এ রকম মানুষের সঙ্গে সাক্ষাৎ খুবই বিরল।’ 

কাঞ্চনই যে তাঁর জীবনের সেই মানুষ জানাতে ভোলেননি শ্রীময়ী। কাঞ্চন ঘরণী লেখেন, 'সেই মানুষটার সন্ধান পেলে তাঁকে ভালবাসা দিয়ে আগলে রেখে উদযাপন করা উচিত। মিস্টার মল্লিক, আমার ভালবাসা, তুমি শুধুই আমারই।’ ৬ই মার্চ সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ছিঃ ছিঃ!দুর্গা প্রতিমাকে কেটে ভাসানো হল নদীতে,ভিডিয়ো দেখিয়ে মমতাকে তোপ শুভেন্দুর বিজয়ার পোস্টে মা ও দুর্গামাকে মিলিয়ে দিলেন স্বস্তিকা, শুভেচ্ছায় 'না' শ্রীলেখার গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম ৭ রাশির কর্মজীবনে আসবে দুর্দান্ত সাফল্য, দেখুন কী বলছে সাপ্তাহিক ট্যারো রাশিফল বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক ‘মুখ্যমন্ত্রী তো উৎসবে! আমরা রান্না করিনি বাড়িতে,’ অরন্ধনে নির্যাতিতার পরিবার সম্পত্তির লোভে বাবা–মাকে খুন! দুর্গাপুরে অভিযুক্ত ছেলে–বৌমাকে আটক করল পুলিশ ভাঁড়ে জমানো টাকা জুনিয়র ডাক্তারদের দিল খুদে! অনশন ভাঙার পরে খেতে বলল সেটা দিয়ে বিয়ের পর প্রথম পুজো, বিজয়ায় সিঁদুরে রাঙা দর্শনা, বাছলেন টুকটুকে লাল শাড়ি চার-ছক্কায় সর্বাধিক রান, বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বিশ্বরেকর্ড ভারতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.