সপ্তাহের শুরুতেই ভক্তদের উদ্দেশ্যে সাবধান বাণী এল সৃজিতের থেকে। ফেসবুকে তাঁর নাম করে চলছে জালিয়াতি। আর এবার সেটাই ধরে ফেললেন এই চিত্র পরিচালক। ব্যাপারটা ঠিক কী ঘটেছে?
আকছার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সাধারণ মানুষ থেকে সেলেব, সবারই ভুয়ো অ্যাকাউন্ট দেখা যায়। নানা সময় একাধিক সেলেবকে এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। এবার সেই একই জিনিস নিয়ে মুখ খুললেন বাইশে শ্রাবণ এর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
ফেসবুকে যাঁরা কম বেশি অ্যাক্টিভ থাকেন এবং সৃজিত মুখোপাধ্যায়কে ফলো করেন বা তাঁর প্রোফাইলে আছেন, কিংবা তাঁর বিষয়ে মাঝে মধ্যেই সার্চ করে থাকেন তাঁরা বিগত কয়েক দিন ধরে হয়তো তাঁর নামে আরও একটি প্রোফাইল দেখে থাকবেন। অনেকেই ভেবেছেন সেটা তাঁর আরও একটি আসল প্রোফাইল। কিন্তু না, ব্যাপারটা মোটেই তেমন না। ওটা আসলে একটি ভুয়ো প্রোফাইল।
আরও পড়ুন: অরিজিৎ-সোনু নিগমের যুগলবন্দী! সৃজিতের কোন ছবিতে ঘটবে বিস্ফোরণ
এদিন সেই প্রোফাইলের একটি স্ক্রিনশট তুলে পোস্ট করেন খোদ পরিচালক। ভক্তদের সতর্ক করে দিয়ে লেখেন, 'এটা কিন্তু আমি নই।' সেই প্রোফাইলে এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ভরপুর। এবার বায়োতে লেখা, 'চিত্র পরিচালক। ভক্ত এবং উঠতি ট্যালেন্টদের জন্য নতুন প্রোফাইল।'
অনেকেই তাঁর এই সাবধানী পোস্টে মশকরা করেছেন। বাদ যাননি তাঁর বন্ধু জয় সরকার। তিনি লেখেন, 'ফেকমেবদ্বিতীয়ম!' কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখেন, 'দ্বিতীয় পুরুষ!' কেউ কেউ আবার মশকরা করে লেখেন, 'ভিঞ্চিদা'র কারসাজি মনে হয়।'
প্রসঙ্গত পুজোর সময় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ মুক্তি পেতে চলেছে। কিছুদিন আগেই প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে চরিত্র ছিল এই ছবিতে তার শুট শেষ হল। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও আছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখ। অন্যদিকে সৃজিতের পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিরিজটিও আগামীতে মুক্তি পাবে হইচইতে। সেটার টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে।