সৃজিত মুখোপাধ্যায় মানেই নতুন কিছু। কিছু একটা এক্সপেরিমেন্টাল জিনিস ঘটা তাঁর ছবিতে। অধিকাংশ সময়ই তাঁর সেই এক্সপেরিমেন্ট দর্শকদের ভালো, কখনও কখনও আবার কটাক্ষ সইতে হয় বইকি! এ হেন পরিচালক সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ। নিজের মোটামুটি সব কাজের খবরাখবর দেন এখানে। কিন্তু এবার তিনি যেটা ঘোষণা করলেন তাতে মোটামুটি সবাই ছিটকে গিয়েছে। কী লিখেছেন তিনি? তাঁর নতুন ছবির বিশেষ চমকের কথা।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আর সেখানে অসাধ্য সাধন ঘটবে না হয়? তাঁরই তৈরি করা কাকাবাবু ছবিতে প্রথমবার অরিজিৎ সিং এবং রূপম ইসলামের গান শোনা গিয়েছিল। ডুয়েট। সেই টাইটেল ট্র্যাক আজও দারুণ জনপ্রিয়। এবার তিনি আরও দুই জনপ্রিয় গায়ককে এক ছাতার তলায় আনলেন। সোনু নিগম এবং অরিজিৎ সিংকে একত্রে গাওয়ালেন তাঁর ছবিতে। এই দুই গায়কের প্রথম ডুয়েট করিয়ে খুশিতে ডগমগ এখন পরিচালক। আর সেই খবরই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।
ইন্ডাস্ট্রিতে আবারও চেনা ছকের বাইরে গিয়ে নতুন করে করেই গর্ব ভরা পোস্ট সৃজিতের। নিজের ছবির বিষয়ে আপডেট দিয়ে লেখেন, 'সদ্যই অরিজিৎ সিং এবং সোনু নিগমের প্রথম ডুয়েট গানের মিক্সিং শেষ করলাম। গায়ে কাঁটা দিচ্ছে এখনও। দারুণ গর্বিত।'
তবে কোন ছবিতে বা সৃজিতের কোন প্রজেক্টে সোনু-অরিজিতের এই ডুয়েট গান শোনা যাবে সেটা এখনও স্পষ্ট নয়। এটা কি তাঁর ব্যোমকেশ সিরিজের কোনও গান নাকি পুজো রিলিজের দশম অবতারের কোনও গান। না শার্লক হোমসের জন্য বানিয়েছে। এই গান? এই উত্তর এখন অধরা। গানটি মুক্তি পেলেই উত্তর বোঝা যাবে।
প্রসঙ্গত সৃজিত মুখোপাধ্যায় গত মাসেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিরিজের শুটিং শেষ করেছেন। তারপর তিনি দশম অবতার ছবির রেইকি শুরু করে সেটারও আপডেট দেন। আগামী পুজোতে মুক্তি পাচ্ছে এই ছবি। অন্যদিকে তাঁর হাত ধরেই ভারতের মাটিতে আসছে শার্লক হোমস। ফলে সৃজিতের হাতে যে এখন ভরা কাজ সেটা বেশ স্পষ্ট।