একটা সময় বাংলা টেলিভিশনে রাজ করেছে ‘মোহর’। তবে টিআরপি তালিকায় একটু খারাপ রেজাল্ট করতেই দুপুরের স্লটে নামিয়ে দেওয়া হয় এই সিরিয়াল। সেই নিয়ে সিরিয়ালের ভক্তদের কম অভিযোগ ছিল না। সদ্যই শেষ হয়েছে স্টার জলসার এই মেগা, কিন্তু ‘মোহদীপ’ জুটির এমনই মহিমা যে শুক্রবার অনুষ্ঠিত স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সকলকে পিছনে ফেলে সেরা জুটির পুরস্কার জিতে নিল সোনামণি সাহা ও প্রতীক সেন।
মোহর-শঙ্খর এই জয়ে দারুণ খুশি ভক্তরা। ‘যোগ্য জুটি’ হিসাবে এই পুরস্কার জিতেছে শঙ্খ-মোহর, দাবি ফ্যানেদের। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুরস্কারের বিজয়ীদের নাম হাতে আসেনি। তবে নিশ্চিতভাবে ‘মোহদীপ’ জুটি সেরা জুটির পুরস্কার জিতেছে। কেউ কেউ বলছেন যৌথভাবে ঋষি-পিহু (মনফাগুন) জুটিও সেরা হয়েছে, তবে সেই নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি।
আনুষ্ঠানিক তালিকা হাতে না এলেও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্ররা ফাঁস করেছেন তাঁদের জেতা পুরস্কারের বিষয়ে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্য সেরা খলনায়ক হয়েছে ‘রাহুল’ অনিন্দ্য, অন্যদিকে প্রিয় মা-এর পুরস্কার গেছে রূপাঞ্জনার ঝুলিতে। জানা যাচ্ছে, প্রিয় ছেলে ও মেয়ের পুরস্কার জিতেছে ‘গাঁটছড়া’র ঋদ্ধিমান ও খড়ি।
এক নজরে দেখুন স্টার জলসা পরিবারের কিছু পুরস্কার বিজেতার তালিকা-
প্রিয় মেয়ে- ‘গাঁটছড়া’ থেকে খড়ি (শোলাঙ্কি রায়)
প্রিয় ছেলে- ‘মোহর’ এবং ‘গাঁটছড়া’ থেকে শঙ্খ ও ঋদ্ধি (যুগ্মভাবে)
সেরা বউ- মন ফাগুন থেকে পিহু (সৃজলা গুহ)
সেরা খলনায়িকা- ‘গাঁটছড়া’র রাহুল (অনিন্দ্য চট্টোপাধ্যায়)
সেরা খলনায়িকা- খুকুমণি হোম ডেলিভারি এবং ধূলোকণা থেকে নীপা দে ও চড়ুই (কাঞ্চনা মিত্র ও শ্বেতা মিশ্র)
প্রিয় নতুন সদস্য- ‘গুড্ডি’ থেকে অনুজ (রণজয় বিষ্ণু)
প্রিয় জুটি- শঙ্খ-মোহর (সোনামণি সাহা ও প্রতীক সেন)
প্রিয় মা- ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য ( রূপাঞ্জনা মিত্র)
এখন অপেক্ষা টিভির পর্দায় স্টার জলসা পরিবার দেখবার, তখনই ফাঁস হবে পুরস্কার বিজয়ীদের গোটা তালিকা।