বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani: সংসার সন্তান সামলে ডাক্তার হতে চায় রাণী, পারবে?

Tomader Rani: সংসার সন্তান সামলে ডাক্তার হতে চায় রাণী, পারবে?

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক তোমাদের রাণী

Tomader Rani: স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’। সদ্যই তার প্রোমো মুক্তি পেয়েছে। প্রধান চরিত্রে দুজন নবাগতকে দেখা যাবে। এক মা, এক নারীর স্বপ্নপূরণের গল্প বলবে এই সিরিয়াল।

স্টার জলসায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক। সদ্যই প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের প্রোমো। একজন মা নাকি সংসার বাচ্চা সামলে আর কিছুই করে উঠতে পারে না, সমাজের একটা বদ্ধমূল ধারণা হল মায়েদের আলাদা করে স্বপ্ন, আকাঙ্ক্ষা বা সত্তা থাকতে নেই। সে একবার মা হয়ে গেল মানে তার পরিচয় ওটাই। এবার সেই ধারণা, ভাবনা বদলাতে আসছে 'তোমাদের রাণী'। সে দেখিয়ে মা হয়েও নিজের স্বপ্নপূরণ করা যায়, সফল হওয়া যায় আবার সংসারের সব দায়িত্ব পালন করা যায়।

প্রোমো ভিডিয়োতে দেখা যায় গর্ভাবস্থার অ্যাডভান্স স্টেজে মেডিক্যাল কলেজে আসে মেয়েটি। সে এন্ট্রান্স এক্সাম দেবে। যদিও তার আগে তার বর শাসিয়েছে। তার মনোবল ভাঙার চেষ্টা করেছে। বলেছে তার দ্বারা হবে না। কিন্তু বরের দেওয়া চ্যালেঞ্জ নিয়েই মেয়েটি পরীক্ষা দিতে আসে। সহ্য করে সমাজের হাসাহাসি, কটাক্ষ। কিন্তু সব উপেক্ষা করে সুযোগ পায় সে কলেজে। রাণী জানায় সে যেমন সংসার করতে চায় তেমনই মা হতেও চায়, আবার ডাক্তারি পড়তে চায়। একটার জন্য বাকিগুলো সে ছাড়তে নারাজ, বা তিনটের মধ্যে একটা বাছতে চায় না। এবং সে তার লক্ষ্যে অবিচল থেকে কী করে স্বপ্ন সফল করে সেই গল্পই বলবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’।

আরও পড়ুন: তৃণার ছোঁয়া লাগল রুকমার! শুটিং ফ্লোরে কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী?

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দুজন নবাগতকে দেখা যাবে। রাণীর চরিত্রে থাকবেন অভিকা মালাকার এবং দুর্জয় তথা রাণীর বরের চরিত্রে থাকবেন অর্কপ্রভ। এই প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন কনসেপ্ট ইউনিক, কিন্তু সেই যেন আবার এক চেনা গল্প না হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত।

প্রোমো প্রকাশ্যে এলেও ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে সেটা এখনও জানানো হয়নি। প্রসঙ্গত এই ধারাবাহিক ছাড়াও স্টার জলসায় আরও একটি সিরিয়াল আসছে, ‘লাভ বিয়ে আজকাল’। সেখানে মুখ্য ভূমিকায় ওম সাহানি এবং নবাগতা মৌমিতাকে দেখা যাবে।

বন্ধ করুন