'দাদা' নাকি 'দিদি' কে শীর্ষে রয়েছেন নন ফিকশন TRP-র তালিকায়? প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এলেই TRP-র খবর জানতে খোঁজ-খবর শুরু হয়ে যায়। আর বহু সময় ধরে নন ফিকশন টিআরপি-র শীর্ষস্থান দখল করে রেখেছে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শো 'দিদি নম্বর ওয়ান'। আর তার ঠিক পরেই থাকেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো 'দাদাগিরি'। কখনও কখনও আবার দিদিকে টপকেও যান দাদা। তবে এবার পাশা বদলে গেছে।
ঠিক কী ঘটেছে এবার Non Fiction TRP-তে?
এবার নন ফিকশনে জি-কে টপকে প্রথম স্থান দখন করেছে স্টার জলসা। সৌজন্যে জলসা পরিবার অ্যাওয়ার্ড। সবাইকে ছাপিয়ে গিয়ে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের TRP-এবার ৮। চলুন দেখে নি নন ফিকশন টিআরপির তালিকা?
নন ফিকশন টিআরপি-র তালিকা-
- ঘরে ঘরে জি বাংলা ১.৪
- দিদি নং ওয়ান সিজন ৯ (বাকি দিন অর্থাৎ উইক ডে-স) ২.৭
- দিদি নং ওয়ান (সানডে স্পেশাল) ৫.২ / স্টার জলসা সানডে ফিকশন ৭.৮
- দাদাগিরি ৫.৩/ জলসা ফিকশন ৫.০
- ইষ্টি কুটুম (৪.৩০-৫.৩০ পিএম) ২.০ ও ২.২
- বোঝে না সে বোঝেনা (১১পিএম-১২-এম) ২.২
- স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড-৮.০
তবে এবার বুঝতে পারছেন তো, এাবার নন ফিকশন TRP-র তালিকায় বাজিমাত করেছে জলসা। সবাইকে ছাপিয়ে গিয়েছে জলসা পরিবার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। এখানেই শেষ নয়। রবিবার ছুটির দিনেও ফিকশন দিয়েই জি বাংলার দিদি নম্বর ওয়ানের সানডে স্পেশাল পর্বকে হারিয়ে দিয়েছে জলসা। তবে সেক্ষেত্রে মান রেখেছে সৌরভের দাদাগিরি। অল্প হলেও জলসা ফিকশনের থেকে দাদাগির প্রাপ্ত নম্বর বেশি।
আরও পড়ুন-খানিকটা আলিয়ার মতো! বিয়ের পোশাকেই ফের একবার সাজলেন পরম ঘরণী পিয়া
প্রসঙ্গত, গত দু'সপ্তাহ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে রচনার দিদি নম্বর ওয়ানের TRP সকলকে ছাপিয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল পর্বের দৌলতে গত সপ্তাহে দারুণ একটা টিআরপি স্পোর করেছিল রচনার শো। দিদি নম্বর ওয়ানের সানডে স্পেশাল পর্ব পেয়েছিল ৯.৬। তার আগের সপ্তাহেও মমতা আসবে এই খবরে ভর করেই রচনার শো টিআরপিতে ভালো নম্বর পায়। তবে এবার পাশা সত্যিই বদলেছে। এক ধাক্কার দিদি নম্বর ওয়ানের সানডে স্পেশাল পর্বের TRP নেমেছে ৯.৬ থেকে ৫.২। আগামীকে কী হবে এখন সময়ই বলবে…।