বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly: আট মাসের গর্ভবতী, তবুও ফিট থাকতে জিমে শুভশ্রী! 'শো অফ করতে গিয়ে ক্ষতি করছেন' মত নেটিজেনের

Subhashree Ganguly: আট মাসের গর্ভবতী, তবুও ফিট থাকতে জিমে শুভশ্রী! 'শো অফ করতে গিয়ে ক্ষতি করছেন' মত নেটিজেনের

৮ মাসের গর্ভবতী অবস্থায় জিমে শুভশ্রী!

Subhashree Ganguly: আট মাসের গর্ভবতী তবুও জিমে গিয়ে শরীর চর্চায় ব্যস্ত শুভশ্রী। পোস্ট করলেন ভিডিয়ো। অভিনেত্রীর কাণ্ড দেখে কী বলছেন নেটপাড়ার বাসিন্দারা?

বাড়িতে নতুন সদস্য আসছে, কিন্তু তাই বলে এখন মোটেই পুরোপুরি রেস্ট নিচ্ছেন না রাজ ঘরণী। উল্টে বিজ্ঞাপনের শুট থেকে একাধিক নানা কাজ তাঁকে করতে দেখা যাচ্ছে। বাদ যাচ্ছে না শরীর চর্চাও। আর মাসখানেক বাদেই দ্বিতীয়বার মা হবেন শুভশ্রী, এদিন তার আগে তাঁর দেখা মিলল জিমে।

কিছুদিন আগেই সাধ ভক্ষণ অনুষ্ঠান ছিল অভিনেত্রীর। সেখানে আর প্রথমবারের মতো শাড়ি সোনার গয়নায় সেজে নিয়ম পালন করতে দেখা যায়নি তাঁকে। বরং চুড়িদার পরেই এবার তিনি তাঁর সাধ খেলেন। পাশে ছিলেন তাঁর বেটার হাফ রাজ। আর কদিন কাটতে না কাটতেই সকলকে চমকে দিয়ে শরীর চর্চার একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি।

জিমে কসরতে ব্যস্ত শুভশ্রী

এদিন শুভশ্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে বিভিন্ন সরঞ্জামের সাহায্যে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। এই গোটা শরীর চর্চার একটি ভিডিয়ো কোলাজ বানিয়ে তিনি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'কোনও অজুহাত নয়।' একই সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, আট মাসের প্রেগন্যান্ট, জীবনকে উপভোগ করছি, জীবন সুন্দর। তিনি তাঁর জিমকেও ধন্যবাদ জানান তাঁকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

আরও পড়ুন: শাড়ি গয়না নয়, কুর্তি পরে হালকা সাজেই সাধ পালন শুভশ্রীর, ধরা দিলেন রাজের বাহুডোরে

আরও পড়ুন: মুম্বই থেকে ফিরতেই বিমানবন্দরে বড়সড় চমক পেলেন শুভশ্রী, কে অপেক্ষা করছিল সেখানে?

অনেকেই এই পোস্টে তাঁকে বাহবা দিয়েছেন। অভিনেত্রী দর্শনা বণিক লেখেন, 'অনুপ্রেরণা।' সন্ধ্যাতারা ধারাবাহিকের আকাশনীল অর্থাৎ সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'তুমি যে কতজনকে সাহস জোগাও, অনুপ্রেরণা দাও তার ঠিক নেই।' তাঁর এক অনুরাগী লেখেন, 'অনেকের অনেক কথা শুনলাম, অনেকে অনেক ধরনের কমেন্টস করেছে। কিন্তু আমার মনে তোমাকে নিয়ে একটাই প্রশ্ন, তুমি এত সাহস পাও কোথা থেকে? বিশ্বাস কর শুভশ্রী তোমাকে দেখলে খুব ভালো লাগে।' অনেকেই আবার তাঁকে এই অ্যাডভান্স স্টেজে শরীর চর্চা করতে বারণ করেছেন। কেউ লেখেন, ‘বেশি শো অফ’, কারও মতে 'অতিরিক্ত মডার্ণ লাইফস্টাইল, কেন এগুলো সন্তান আসার পর করা যাবে না?'

প্রসঙ্গত বর্তমানে শুভশ্রীকে কিন্তু ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চেও দেখা যাচ্ছে। সেখানে তিনি মৌনী রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচারকের আসনে রয়েছেন। এই রিয়েলিটি শোতে বহু বছর আবারও মহাগুরু হিসেবে আছেন মিঠুন চক্রবর্তী।

বায়োস্কোপ খবর

Latest News

১০ ম্যাচে ৮৮ রান! আজমের মধ্যে প্রতিভা দেখছেন বাবা মইন! একহাত নিলেন রামিজ রাজাকে… হকির ময়দানে ভারত-পাক লড়াই,কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা? 'জুনিয়র ডাক্তারদের জন্য ২৯ মূল্যবান জীবন হারালাম', ২ লাখ টাকা করে দেবেন মমতা আমি সচিনের সঙ্গেও খেলেছি, তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর মা হওয়ার গুঞ্জনের মাঝেই একসঙ্গে লাঞ্চ ডেটে রাজকুমার রাও ও পত্রলেখা... ‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.