বৃষ্টির দিনে স্কুল যেতে হবে না ভেবেই মনটা কেমন ভালো হয়ে যেত না! অথবা স্কুলে গেলেও মন পড়ে থাকত রাস্তার জমা জলে। একটু পা ভেজানো, হাত বাড়িয়ে বৃষ্টির জলের ছিটে গায়ে নেওয়ার মজাটাই আলাদা। বৃষ্টির মজা নিতে দেখা গেল ইউভানকেও খুব করে। ঠিকই ধরেছেন কথা হচ্ছে রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলেকে নিয়ে।
রাজের হালিশহরের বাগানবাড়িতে রয়েছেন তাঁরা। সেখান থেকেই ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। দেখা গিয়েছিল হাতে ঝাড়ু নিয়ে বাইরের উঠোনের জল ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে সে। আর তারপরের ভিডিয়োতে দেখা গেল মাছ ধরতে ব্যস্ত।
এখনও তিন বছর হয়নি। তাতে কি, পুকুরে ছিপ ফেলে মাছ ধরে ফেলেছে ইউভান। সাইজে ছোট হলে কী হবে, ছোট্ট রাজ-পুত্র তাতেই বেশ মজা পেয়েছে। আর ছেলের মাছ ধরার ভিডিয়ো অনলাইনে শেয়ার করে নিলেন শুভশ্রী। যা মন কেড়ে নিয়েছে নেট-নাগরিকদের। এমনিতে ছোট থেকেই খুব ভালোবাসা পেয়েছে ইউভান অন্তর্জালে। জন্মের পরমুহূর্তেই ছেলের ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউভানের প্রথম বসতে শেখা, হামাগুড়ি, হাঁটা, বাবা-মা ডাক, প্লে স্কুলে যাওয়া-- ছোট-বড় নানা মুহূর্তের সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। আরও পড়ুন: নবনীতা-স্নেহালকে নিয়ে বাড়ছে জলঘোলা! ‘বিরতি’ চাইছেন জিতু, ঘোষণা সোশ্যালে
অবশ্য দিনকয়েকের মধ্যেই বড় দাদা হয়ে যাবে ইউভান। জুনেই দ্বিতীয় প্রেগন্যান্সির খবর শেয়ার করে নিয়েছেন রাজ আর শুভশ্রী। ডিসেম্বরেই ঘর আলো করে আসবে নতুন অতিথি। মানে ভাই বা বোন পেয়ে যাবে ইউভান। রাজ জানিয়েছেন, প্রথম থেকেই তিনি আর শুভশ্রী ভেবে রেখেছিলেন তাঁরা দুই সন্তান নেবেন। ইউভানের বয়স তিন হলেই তাঁরা পরবর্তী সন্তানের করবেন। আর সেই ইচ্ছেই পূরণ হয়েছে। চলতি মাসর ১২ তারিখ তিনে পা দেবে ইউভান। আরও পড়ুন: আরও বেশি সম্পদের মালিক হতে চান? জন্মাষ্টমীতে এই আচার পালন করলেই হবেন বড়লোক
এর আগে রাজ হালিশহরের বাড়ির ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন রাজ। বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে থাকলেও, সময় পেলেই গোটা পরিবারকে নিয়ে চলে যান এই বাগানবাড়িতে। এই বাড়িতেই হয়েছিল ইউভানের মুখেপ্রসাদ। হালিশহরের ছেলে তিনি। ছোটবেলাটা এখানেই কাটিয়েছেন। আর হালিশহরের বাড়িকে তাই সাজিয়েছেন মনের মতো করে। বাড়ির সঙ্গে রয়েছে মন্দির। চারদিকে নানা ধরনের গাছ। পুকুর। মানে শহর থেকে এটাই রাজের রাজপ্রাসাদ। শহরের ক্লান্তি কাটানোর ঠিকানা।