বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhasker Marriage: ‘সুটকেসে না ফ্রিজে?’ বিদ্রুপের জবাবে স্বরার দু’চোখে ভালোবাসার আলো

Swara Bhasker Marriage: ‘সুটকেসে না ফ্রিজে?’ বিদ্রুপের জবাবে স্বরার দু’চোখে ভালোবাসার আলো

বিদ্রুপের জবাবে কী বললেন স্বরা?

Swara Bhasker Marriage: স্বরা ভাস্করকে নিয়ে এখনও চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রে সেই এক প্রসঙ্গ— ধর্ম। তার জবাব এবার দিলেন খোদ স্বরা। 

স্বরা ভাস্করকে নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় একাংশ বিদ্রুপ করেই চলেছে। এর এক এবং একমাত্র কারণ স্বরা ভাস্কর যাঁকে বিয়ে করেছেন সেই ফাহাদ আহমেদ এবং স্বরার ধর্ম এক নয়। যদিও বিশেষ বিবাহ আইনমতে বিয়ে সেরেছেন তিনি, কিন্তু তার পরেও সরে যাচ্ছে না এই ধর্মের ইস্যুটি। সম্প্রতি এর মধ্যে উড়ে এসে জুড়ে বসেছে দু’টি শব্দ ‘সুটকেস’ আর ‘ফ্রিজ’।

আরও পড়ুন: 'হাজার জন পুরুষের সঙ্গে...' স্বরার বিয়ে প্রসঙ্গে এবার হুঁশিয়ারির সুর অযোধ্যার মহান্তের

এই শব্দ দু’টির পিছনে কোন ঘটনাগুলির ইঙ্গিত রয়েছে, তা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। কিছু দিন আগে ঘটে যাওয়া শ্রদ্ধা ওয়াকারের ঘটনার ইঙ্গিতই দেওয়া হয়েছে এখানে। শ্রদ্ধাকে হত্যা করেন তাঁর লিভ-ইন সঙ্গী আফতাব পুনাওয়ালা— এমনই অভিযোগ। শ্রদ্ধার মৃতদেহ দীর্ঘ দিন ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল বলেও সন্দেহ। সেই ঘটনার সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্বারাকে নিয়ে বিদ্রুপ করেছেন। তাঁদের বক্তব্য হিন্দু মহিলারা মুসলমানদের বিয়ে করার পরে কী হয়েছে, তা তো দেখাই গিয়েছে। ‘ফ্রিজ নাকি সুটকেস?’ কোনটিতে স্বরার স্থান হবে— এমন প্রশ্নও সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে। এত দিন এ সব কথাকে বিশেষ পাত্তা দেননি স্বরা। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় তার জবাব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: 'স্বরার একবার ওই ফ্রিজটা দেখা উচিত ছিল...', শ্রদ্ধা হত্যাকাণ্ড টেনে অভিনেত্রীর বিয়ে নিয়ে কটাক্ষ সাধ্বী প্রাচীর

হালে সমাজবাদী পার্টির নেতা ফাহাদকে বিয়ে করেছেন স্বরা। তাঁর এই বিয়ে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতানেত্রীদের অনেকেই সমালোচনা করেছেন। তবে শুধু যে হিন্দু মহলেই এর সমালোচনা হয়েছে তা নয়। এমনকী মুসলমান সম্প্রদায়ের অনেকেই এই বিয়ে মেনে নিতে চাননি। তাঁরা বলেছেন, মূর্তিপূজা যিনি করেন, এমন কাউকে কোনও মুসলমান বিয়ে করলে, সেই বিয়ে বৈধ নয়। এই নিয়েও নানা জলঘোলা হয়েছে। কিন্তু সব কিছুর জবাব দেওয়ার জন্য স্বরা বেছে নিয়েছেন একটিই রাস্তা। ভালোবাসার রাস্তা। আর সেই রাস্তাতেই জবাব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আলিগড় বিশ্ববিদ্যালয়ে স্বরা-ফাহাদের বিয়ের দাওয়াত, ‘যদি টুকড়ে-টুকড়ে গ্যাং আসে…’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বরা লিখেছেন, যাঁরা ঘৃণা করেন, তাঁরা যখন বলে চলেছেন, ‘সুটকেস, ফ্রিজ, নিয়মবিরুদ্ধ, ধর্মবদল... আর কত কী, তখন আমরা...’ এর পরে তিনি দু’চোখে ভালোবাসার কয়েকটি ইমোজে দিয়েছেন। এবং সঙ্গে প্রকাশ করেছেন, তাঁদের আনন্দের কয়েক মুহূর্ত।

সোশ্যাল মিডিয়ায় স্বরার এই জবাবের প্রশংসাও করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী। হিংসা, ঘৃণার জবাব একমাত্র হতে পারে ভালোবাসাই।

বন্ধ করুন