প্রেয়সী জ্যাকলিনকে ফের চিঠি দিলেন সুকেশ চন্দ্রশেখর। ফিল্মফেয়ারের অনুষ্ঠানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করলেন তিনি। জানালেন তিনি তাঁর পারফরমেন্সে কতটা মুগ্ধ হয়েছেন। একই সঙ্গে তিনি এই চিঠিতে জানালেন আগামী ১১ অগস্ট অর্থাৎ অভিনেত্রীর জন্মদিনের দিন তিনি তাঁকে একটা ব্যাপক চমক দিতে চলেছেন।
আপাতত একাধিক কেসের কারণে তিনি দিল্লির ম্যান্ডলি জেলে রয়েছেন। নানা ফ্রড কেসে তাঁর নাম জড়িয়েছে। তিনি এই চিঠিটি লিখে তাঁর উকিল অনন্ত মালিকের হাত দিয়ে জ্যাকলিনের কাছে পাঠিয়েছেন। জানিয়েছেন তিনি তাঁকে কতটা মিস করছেন। কতটা ভালোবাসেন।
চন্দ্রশেখর তাঁর চিঠিতে লিখেছেন, 'আমার ভালোবাসা, আমার সোনা জ্যাকলিন, আমি তোমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দেখেছি যেটা ২৮ এপ্রিল অনুষ্ঠিত হল। আমি বলতে বাধ্য হচ্ছি এই অনুষ্ঠানে তোমার পারফরমেন্স সেরা ছিল। এই গোটা শো তোমার নাচটাই সবার থেকে ভালো হয়েছিল। তুমি যেমন এলিগ্যান্ট তেমনই ক্লাসি এবং হট। আমি আবার যেন নতুন করে তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমার বলার কোনও ভাষা নেই।'
তিনি তাঁর চিঠিতে আরও লেখেন, 'তোমায় আমার জীবনে পেয়ে ধন্য হয়ে গেলাম। তুমিই আমার রানি। আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসি। প্রতিটা মুহূর্তে আমি তোমার কথাই ভাবি। খুব ভালোবাসি তোমায়।'
তিনি জানান যে অভিনেত্রীর জন্মদিনের জন্য তিনি একটি দারুণ সারপ্রাইজের আয়োজন করেছেন। তিনি আরও বলেন সত্য প্রকাশ্যে আসার সূচনা হয়ে গিয়েছে।
এর আগে ইডি অভিনেত্রীকে অভিযুক্তর সঙ্গে যোগ থাকার কারণে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল। একটি চার্জশিটে অভিনেত্রীর নাম ছিল।
এর আগের একটি চার্জশিটে ইডির তরফে বলা হয়েছিল যে জ্যাকলিন এবং নোরা ফতেহি চন্দ্রশেখর এর থেকে BMW গাড়ি এবং অন্যান্য উপহার পেয়েছেন। জ্যাকলিন তিনটি গুচ্চির ব্যাগ, একই কোম্পানির জিম স্যুট, লুই ভিট্টনের জুতো, দুই জোড়া হীরের কানের ইত্যাদি।