ইন্ডিয়ান আইডল ১৪ -তে এই সপ্তাহে বিশেষ অতিথি হয়ে আসছেন বিখ্যাত গায়ক সুখবিন্দর সিং। তাঁর আসার এই খবর প্রকাশ্যে এনে নতুন প্রোমো শেয়ার করেছে সোনি টিভি। সেখানে ঘটে গেল একি কাণ্ড!
ইন্ডিয়ান আইডল ১৪ এর নতুন প্রোমো
এদিন সোনি টিভির তরফে ইন্ডিয়ান আইডল ১৪ এর একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিশেষ অতিথি হয়ে এসে সুখবিন্দর সিং বন্দে মাতরম গানটি গাইছেন। তাঁর গান শুনে নিতে উঠেছেন বিচারক থেকে শুরু করে প্রতিযোগীরা সকলেই। শ্রেয়া ঘোষাল তাঁর তারিফ করে বলেন, 'দ্য ওয়ান অ্যান্ড ওনলি সুখবিন্দর সিং।' এই প্রোমো প্রচার করে চ্যানেলে তরফে লেখা হয় 'সুখবিন্দর সিং দেখিয়ে দিলেন কেন ওঁকে সুরের সুলতান বলা হয়।'
আরও পড়ুন: প্রেম চর্চার মাঝেই পাহাড়ে স্বপ্নপূরণ সৌমিলির, বরফের মধ্যে কার উদ্দেশ্যে গাইলেন 'তুম কেয়া মিলে'?
এরপর আরেকটি প্রোমো এদিন প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে এবারের অন্যতম প্রতিযোগী বৈভবের জুতো নিজের হাতে করে তুলছেন সুখবিন্দর সিং। তিনি তাঁর জুতো নিজের হাতে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে গিয়ে রাখেন। সকলে হতবাক হয়ে তাকিয়ে থাকেন তাঁর দিকে। কিন্তু তিনি কেন এই কাজ করেছেন সেটা স্পষ্ট নয়। আর এই প্রোমো পোস্ট হতেই ক্ষুব্ধ দর্শকরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন।
কী বলছেন দর্শকরা?
এক ব্যক্তি লেখেন, ' টিআরপির জন্য আর কত নাটক দেখাবেন?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই রিয়েলিটি শোতে একমাত্র বিচারকরা আসল। কোনও মেকি অভিনয় নেই। এই বিশেষ অতিথিদের যে কেন নিয়ে আসে! ভন্ডামির এক শেষ।' 'সস্তার পাবলিসিটি, জঘন্য একেবারে' মত তৃতীয় জনের।
আরও পড়ুন: আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য শাহরুখের থেকে ২৫ কোটি চাওয়ার অভিযোগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, তদন্তে ইডি
আরও পড়ুন: গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, স্ট্রোক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।