টলিউডের অন্দরের জোর গুঞ্জন অনুরাগের ছোঁয়ার সূর্যর সঙ্গে জমিয়ে প্রেম করছেন উর্মি। অর্থাৎ দিব্যজ্যোতি দত্তের সঙ্গে প্রেম করছেন সৌমিলি চক্রবর্তী। তবে সবটাই কানাঘুষোয় শোনা যাচ্ছে। এই বিষয়ে এখনও তাঁরা নিজেরা কিছুই জানাননি। তবে যে তাঁরা ভালো বন্ধু সেটা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। আর এ হেন প্রেম চর্চার মাঝেই একই সময় পাহাড় থেকে ছবি পোস্ট করলেন সৌমিলি এবং দিব্যজ্যোতি। আর সেটা দেখেই দুইয়ে দুইয়ে চার করছেন সকলে।
সৌমিলির স্বপ্নপূরণ
এবার পাহাড়ে গিয়ে বহুদিনের একটা স্বপ্ন পূরণ করেন সৌমিলি চক্রবর্তী। বলিউডের অভিনেত্রীদের মতো তিনিও চেয়েছিলেন বরফে ঢাকা পাহাড়ে গিয়ে শিফন শাড়ি পরে নাচবেন। সেটাই এবার পূরণ করবেন। তাঁকে এদিন একটি গোলাপি রঙের শাড়ি এবং ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরে তিনি পাহাড়ে নাচ করেন। গত বছর সাড়া ফেলে দেওয়া রকি অউর রানি কী প্রেম কাহানি ছবির তুম কেয়া মিলে গানটিতে আলিয়া যেভাবে নেচেছিলেন সেই একই ভাবে তাঁকে এই গানে নাচ করতে দেখা যায়। তিনি এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমার বলিউডের যুগে। স্বপ্ন পূরণ।'
আরও পড়ুন: আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য শাহরুখের থেকে ২৫ কোটি চাওয়ার অভিযোগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, তদন্তে ইডি
আরও পড়ুন: গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, স্ট্রোক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন
একই সময় পাহাড়ে দিব্যজ্যোতি এবং সৌমিলি
সৌমিলি বর্তমানে সিকিম বেড়াতে গিয়েছেন। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। অন্যদিকে কিছুদিন আগে পাহাড়ি পথের বাঁকে দাঁড়িয়ে একটি ছবি তুলে সেটা পোস্ট করেন দিব্যজ্যোতি। এটা দেখে অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন যে তাঁরা হয়তো একই সঙ্গে বেড়াতে গিয়েছেন।
এক ব্যক্তি সেই বিষয়ে লেখেন, 'ভালোই এগোচ্ছে ব্যাপারটা।' কেউ আবার লেখেন, 'হুম দুজনেই একসঙ্গে পাহাড়ে। ব্যাপারটা দেখতে হচ্ছে তো।'
আরও পড়ুন: পুনম প্রথম নন, পাবলিসিটি স্টান্ট হিসেবে মনীষাকে 'খবরে' মেরে ফেলছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট!
অনুরাগের ছোঁয়ার প্রসঙ্গে
অনুরাগের ছোঁয়া স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক। একটা সময় লাগাতার টিআরপি তালিকায় প্রথমে থাকত। এখন সেই স্থানচ্যুত হলেও সেরা দশে নিজের জায়গা বজায় রেখেছে সূর্য দীপার মেগা। এটি রোজ সাড়ে নয়টায় দেখা যায়। এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে একাধিক পুরস্কার পেয়েছে এই ধারাবাহিক। সেরা শাশুড়ি, শ্বশুর, ট্রেন্ড সেটার, ছেলে, খলনায়িকা, বউমা, ছোট সদস্য, ভাই সহ একাধিক পুরস্কার পেয়েছে এই সিরিয়াল।