এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মুম্বইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নামে টাকা তছরুপের কেস দায়ের করা হল। সিবিআইয়ের তরফে এর আগে তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে এফআইআর করা হয়েছিল। বলা হয়েছিল এই টাকা তিনি দাবি করেছিলেন শাহরুখ খানের পরিবারের থেকে। কিং খানের থেকে তিনি এই টাকা চেয়েছিলেন এই বলে যে তিনি তাঁর ছেলে আরিয়ানকে একটি মাদক মামলা থেকে মুক্তি দেবেন, তাতে তাঁর নাম জড়াবেন না। সেই কেসের জন্য এবার নতুন করে মামলা করল ইডি। শুরু হয়েছে তদন্ত।
সমীর ওয়াংখেড়ের নামে ঘুষ নেওয়ার মামলা
এই কেন্দ্রীয় সংস্থার তরফে এদিন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি কেস দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। সমীর ছাড়াও এই বিষয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একাধিক অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ইডি।
আরও পড়ুন: পুনম প্রথম নন, পাবলিসিটি স্টান্ট হিসেবে মনীষাকে 'খবরে' মেরে ফেলছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট!
আরও পড়ুন: 'লজ্জা লাগা উচিত', শিশুদের গালাগালি শেখাচ্ছেন নুসরত? নেটিজেনদের রোষের মুখে বসিরহাটের সাংসদ
সমীর ওয়াংখেড়ে ২০০৮ সালে পাশ করা ভারতীয় রেভিনিউ সার্ভিসের অফিসার। তিনি বম্বে হাইকোর্টে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন যাতে এই কেন্দ্রীয় সংস্থার তরফে নেওয়া কোনও পদক্ষেপের থেকে তিনি বাঁচতে পারেন। গত বছরই সিবিআইয়ের তরফে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করা হয়। তিনি এই ঘুষ চেয়েছিলেন এই বলে যে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে তিনি একটি মাদক মামলায় জড়াবেন না। প্রসঙ্গত ২০২১ সালের ২ অক্টোবর আরিয়ান খানকে একটি মাদক মামলায় একটি জাহাজ থেকে গ্রেফতার করা হয়। এরপর, তার ঠিক পরের বছর ১৪ জন অভিযুক্তের নামে চার্জশিট আনা হয়, কেবল আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়। বর্তমানে এই কেসের তদন্ত করছে ইডি।
এরপর গোটা কেস একটা অন্য মোড় নেয় যখন ২০২১ সালে একজন সাক্ষী এসে জানান যে তিনি দেখেছেন একজন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার এবং অন্যান্য একাধিক ব্যক্তি ২৫ কোটি টাকা দাবি করেছেন আরিয়ান খানকে সেই কেস থেকে মুক্ত করার জন্য।