মেলালেন তিনি মেলালেন! করণ জোহরের সৌজন্যে ফের একসঙ্গে বলিউডের চর্চিত দুই নেপো-কিড। গত বছরের শেষেই শোনা গিয়েছিল দুলহানিয়া সিরিজের তিন নম্বর ছবি নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক করণ জোহর। সেইমতোই বৃহস্পতিবার নতুন ছবির ঘোষণা সারলেন প্রযোজক। বরুণ ধাওয়ানের নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী কাপুর। বাদ পড়লেন আলিয়া ভাট।
এই জনপ্রিয় ফ্রাঞ্চাইসির সিরিজের তৃতীয়ভাগও পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। ছবির নাম ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’। হাম্পটি শর্মা, বদ্রীনাথের পর এবার বরুণ ধাওয়ান হচ্ছেন সানি সংস্কার। আর তাঁর কনে ‘তুলসী কুমারি’র চরিত্রে জাহ্নবী। শুরুতে শোনা গিয়েছিল বরুণের বিপরীতে দেখা মিলবে কোনও নতুন মুখের, তবে জাহ্নবীতে আস্থা রাখলেন করণ। এর আগে নীতিশ তিওয়ালির ওটিটি রিলিজ ফিল্ম ‘বাওয়াল’-এ একসঙ্গে দেখা গিয়েছিল বরুণ-জাহ্নবীকে। সেই ছবিতে দুজনের রসায়ন নজর কেড়েছিল। করণ জোহর ফের মেলাচ্ছেন তাঁদের।
বরুণ ধাওয়ানের কেরিয়ার অন্যতম সফল ছবি ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির দুটি ছবি। তাই ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ (২০১৪) এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র (২০১৭) পর আবার শেহরা বেঁধে ঘোড়ি চড়তে প্রস্তুত বরুণ। বৃহস্পতিবার ধর্ম প্রোডাকশের অফিসিয়াল পেজ থেকে ছবি ঘোষণার একটি ভিডিয়ো শেয়ার ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারা হয়।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, তিন বছর পর ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ নিয়ে হাজির হয়েছিলেন বরুণ-আলিয়া জুটি। এই দুই হিট ছবির অন্যতম ইউএসপি ছিল বরুণ-আলিয়ার কেমস্ট্রি। তাঁদের খুনসুটি আর প্রেমেই জমে উঠেছিল গল্প। আলিয়াকে ছাড়া দর্শক কতটা গ্রহণ করবে নতুন ছবি? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০২৫ সালে ১৮ এপ্রিল মুক্তি পাবে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’।

জাহ্নবী কাপুর
(AFP)দু-দিন আগেই ফ্যানেদের সঙ্গে বিরাট সুখবর শেয়ার করেছেন বরুণ। বাবা হতে চলেছেন তিনি। আসছে বরুণ-নাতাশার প্রথম সন্তান। কালো-সাদা ছবিতে হাঁটু গেড়ে বসে নাতাশার বেবি বাম্পে চুমু এঁকে দেওয়ার ছি পোস্ট করে অভিনেতা লেখেন,‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। নাতাশার পরনে শর্ট ড্রেস, পরিষ্কার বোঝা যাচ্ছে বেবি বাম্প। একই ফ্রেমে ধরা পড়েছে নাতাশা এবং বরুণের ‘প্রথম সন্তান’ তাঁদের সারমেয়।
শীঘ্রই ফ্লোরে যাবে, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’। আপাতত রাজ-ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘সিটাডেল ইন্ডিয়া’র মুক্তির অপেক্ষায় বরুণ। প্রাইম ভিডিয়োর সিটাডেলের ভারতীয় সংস্করণে বরুণ রোম্যান্স করবেন সামান্থা প্রভুর সঙ্গে।