দেখতে দেখতে দু-বছর অতিক্রান্ত। আজ থেকে দু-বছর আগের ১৪ই জুন অকালেই চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের অন্যতম সম্ভাবনাময় এক অভিনেতার ‘আত্মহত্যা’র খবরে দেশজুড়ে হইচই পড়ে যায়। সুশান্তের মৃত্যুকে কেন তদন্ত শেষের আগেই ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দিল মুম্বই পুলিশ? প্রশ্ন উঠে। সুপ্রিম নির্দেশে বহু বিতর্কের পর এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আজও এই মামলার চার্জশিট দাখিল করেনি সিবিআই। সুশান্তের মৃত্যুর সুবিচারের আশায় অনুরাগীরা।
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে চোখের কোণে জল অভিনেতার লাখো ভক্তের। মন কাঁদছে তাঁর পরিবারের। এদিন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে মন ছোঁয়া বার্তা লেখেন ভাইকে স্মরণ করে।
শ্বেতা লেখেন, ‘দু বছর হল তুই চলে গেছিস, শরীরে তুই আমাদের মাঝে নেই ঠিকই কিন্তু বিশ্বাস কর ভাই তুই অমর হয়ে আছিস। তোর চিন্তাধারাগুলোর মধ্যে তুই আছিস। দয়া, মায়া ও প্রেম এগুলোই ছিল তোর চলার পাথেয়। সকলের জন্য তুই অনেক কিছু করতে চেয়েছিলিস’।
এই পোস্টের সঙ্গে সুশান্তের হাসিমাখা মুখের একটি ছবি পোস্ট করেন শ্বেতা। সেখানে এক পথশিশুর মুখে হাসি ফোটাতে ব্যস্ত সুশান্ত। কেন তিনি বাকি সব বলিউড তারকার চেয়ে আলাদা, কেন তাঁর মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ- তার জলজ্যান্ত প্রমাণ এই ছবি।
শ্বেতা আরও লেখেন, 'তোর শেষ না করা কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। ভাই, তুই এই বিশ্বকে উন্নত করেছিস, তোর অবর্তমানে সেটাই করে যাব।' শ্বেতা এদিন সুশান্ত অনুরাগীদের উদ্দেশে আবেদন করেছেন, 'চলুন, আজ আলো জ্বালাই ও কারও মুখে হাসি ফুটিয়ে তুলি'।
শ্বেতার পোস্টে প্রয়াত অভিনেতার ভক্তদের অজস্র কমেন্ট করতে দেখা যায়। সুশান্ত ভক্তরা অভিনেতাকে স্মরণ করে ছবির কমেন্টে বক্সে ভালোবাসায় ভরিয়ে দেন।
এদিন সুশান্ত মামলার অন্যতম অভিযুক্ত তথা অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীও সুশান্তকে স্মরণ করে ইনস্টাগ্রাম পোস্ট করেন। তিনি লেখেন, ‘প্রতিদিন তোমাকে মিস করি’।
সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের তোপের মুখে বলিউড। সুশান্ত মামলার পর থেকে বলিউডের মাদকযোগ মামলা যেভাবে মাথাচড়া দিয়ে উঠেছে তা সত্যিই অকল্পনীয়। নেপোটিজম বিতর্ক নিয়েও কম শোরগোল তৈরি হয়নি। সেই বিতর্কের আঁচ আজও নিভে যায়নি।