সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ছবি তৈরি করা হয়েছে, আর এই বিষয়েই বৃহস্পতিবার, ১৭ জুন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতার বাবা। তিনি অভিযোগ করেন যে বারবার তাঁর ছেলের উপর তৈরি হওয়া এই ছবি স্ট্রিম করানোয় তাঁদের আপত্তি আছে জানানো সত্বেও সেটা দেখানো হচ্ছে। তিনি কোর্টে আবেদন করা সত্বেও সেই আবেদন শোনা হয়নি।
এদিন যশবন্ত ভার্মা এবং ধর্মেশ শর্মার বেঞ্চ সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের আপিল পাওয়ার পর একটি নোটিশ ইস্যু করেন একাধিক ব্যক্তির নামে। এই তালিকায় ছবির নির্মাতারাও আছেন যাঁদের বিরুদ্ধে অভিনেতার বাবা অভিযোগ করেছেন যে তাঁরা নাকি তাঁর মৃত ছেলের থেকে 'ব্যবসায়িক সুবিধা পেতে চাইছেন।'
এই বিষয়ে বলে রাখা ভালো, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। গোটা দেশজুড়ে উথালপাতাল শুরু হয়ে গিয়েছিল। কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো নানা তথ্য সামনে আসে। যদিও এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে জানানো হয়নি। তদন্ত চলছে।
গত মাসে সুশান্তের বাবা যখন আদালতে জানান যে ন্যায় দ্য জাস্টিস নামক একটি ছবি যা একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে সেখানে সুশান্ত সিং রাজপুতের বিষয়ে একাধিক আপত্তিকর মন্তব্য রয়েছে এবং একই সঙ্গে সেই ছবিটি ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি। তিনি কোর্টের সিঙ্গল বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেয়।
আরও পড়ুন: 'সুশান্তের কেসে আমার নাম জড়ালে জুতো দিয়ে মারবেন', হঠাৎ কেন বললেন শিবসেনা নেতা
অভিনেতার পরিবারের তরফে এই কেসটি বরুণ সিং লড়েন। তিনি কোর্টকে জানান এই ছবিতে যে কেবল এই মৃত অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা হয়েছে এমনটা নয়, একই সঙ্গে তাঁর পরিবারের যে প্রাইভেসি আছে তাতেও নাক গলিয়েছে। সেটা ডিস্টার্ব করছে, আর এগুলো কোনটা কাম্য নয় বলেই তিনি জানান কোর্টে।
অন্যদিকে ছবি নির্মাতাদের তরফে যিনি কেস লড়ছেন তিনি জানান ব্যক্তির মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত অধিকার দাবি করা যায় না। যদিও কোর্টের তরফে বিষয়টা বিচার বিবেচনা করে দেখা হচ্ছে এবং ছবির নির্মাতাদের উত্তর দেওয়ার হুকুম করা হয়েছে।
সুশান্ত সিং রাজপুতের বাবা জানান অনুমতি ছাড়াই লোকজন তাঁর ছেলেকে নিয়ে বই লিখছেন, সিনেমা সিরিজ বানাচ্ছে।