বাঙালিরা এখন বিশ্বের যেখানেই থাক তাঁদের মন জুড়ে কেবল দুর্গাপুজোর আমেজ। প্রবাসে থাকলেও একবার একটু কাছের প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন করা চাই চাই। আর কলকাতা বা পশ্চিমবঙ্গের কোথাও থাকা মানেই হাজারো প্ল্যান, রাত জেগে ঠাকুর দেখা, ইত্যাদি। অভিনেত্রী সুস্মিতা সেনও তার ব্যতিক্রম নন। এদিন তাঁকে তাঁর মেয়ের সঙ্গে দেখা গেল।
দুর্গাপুজো মণ্ডপে সুস্মিতা সেন
দুর্গাপুজোর আমেজে মাতোয়ারা অভিনেত্রী সুস্মিতা সেন। শনিবার অর্থাৎ সপ্তমীর দিন মেয়ে আলিসাকে নিয়ে তিনি মুম্বইয়ের একটি পুজো মণ্ডপে গেলেন। অভিনেত্রীকে এদিন দারুণ গর্জিয়াস দেখাচ্ছিল গোলাপি শাড়িতে। এটার সঙ্গে ম্যাচ করে তিনি কানের দুল পরেছিলেন এবং একটি পনিটেল করেছিলেন।
অভিনেত্রীর সঙ্গে শনিবার তাঁর ছোট মেয়ে আলিসাও ঠাকুর দেখতে এসেছিল এদিন। তার পরনে ছিল একটি লেহেঙ্গা চোলির সেট। অভিনেত্রীকে এদিন ধুনুচি নাচ করতে দেখা যায়। তিনি হাতে ধুনুচি নিয়ে আরও অনেকের সঙ্গে জমিয়ে নাচ করেন। তাঁর এই দুর্গাপুজো প্যান্ডেলে আসা, বা সেখানে এসে মজা করার একাধিক ছবি ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সুস্মিতা সেনের আগামী প্রজেক্ট
সুস্মিতা সেনকে আগামীতে আরিয়া ৩ সিরিজে দেখা যাবে। এটি ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করবে। কিছুদিন। আগেই মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। আর সেটা লঞ্চ হতেই দারুণ সাড়া ফেলে দিয়েছে সকলের মধ্যে। দর্শকরা প্রশংসা করেছেন সুস্মিতার এই নতুন অবতারের। এই সিরিজটি তৈরি করেছেন রাম মাধবনী।
প্রসঙ্গত আরিয়া সিরিজের প্রথম সিজনটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের জন্য সেরা ড্রামা ঘরানায় মনোনীত হয়েছিল। এখানে সুস্মিতা সেন ছাড়াও আছেন নমিত দাস, মণীশ চৌধুরি, বিনোদ রাওয়াত, প্রমুখ।