একসময়ের বিজনেস টাইকুন লোলিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের খবর এসেছিল ২০২২ সালেই। পলাতক মোদীর সঙ্গে প্রেম করা নিয়ে সেই সময় সুস্মিতার গায়ে সেঁটে দেওয়া হয়েছিল ‘গোল্ড ডিগার’ তকমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে কথা বললেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সঙ্গে যদিও জানিয়ে দিলেন বর্তমানে তিনি সিঙ্গেল।
গোল্ড ডিগার মন্তব্য নিয়ে সুস্মিতাকে বলতে শোনা গেল, ‘আমার মনে হয় এটা ভালো যে আমার গায়ে গোল্ড ডিগারের তকমা লাগে।। যখন আপনি কিছু গ্রহণ করবেন তখনই সেটা অপমান হবে আপনার কাছে। আমি তা করিনি। সোজা জানলা দিয়ে বেরিয়ে গিয়েছিল। কিছু জিনিস আছে যা নিয়ে কারও মাথা না ঘামালেও চলে। আপাতত আমি ভীষণভাবে সিঙ্গল।’ আরও পড়ুন: ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় কত নম্বর পান কাজল? জন্মদিনে জানুন অভিনেত্রী সম্পর্কে ৫ অজানা তথ্য
‘আমি যখন গোল্ড ডিগার নিয়ে লম্বা একটা স্টেটমেন্ট দিলাম তখন আমাদের ফেটারনিটি-র অনেকেই বলেছিল যে সুস্মিতা এটা নিয়ে কথা না বললেই পারত। দরকারই ছিল না এসব কথা বলার। তবে আমার মনে হয়েছিল আমার কথা বলা উচিত। আমার যখন মনে হয় কোনও কিছুর বিষয়ে কথা বলার বা অবস্থান নেওয়ার সময় এসেছে তখন আমি তা করি। আজকাল সমস্যা হচ্ছে কিছু ঘটলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া চলে আসে। তবে আমি আগে নিজে ব্যাপারটা গ্রহণ করি। তারপর যখন নিজে প্রস্তুত হই, তখন প্রতিক্রিয়া জানাই।’, নিজের বক্তব্য যোগ করেন সুস্মিতা। আরও পড়ুন: দেব-সৌমিতৃষার ‘প্রধান’-এ থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, কবে থেকে শ্যুট শুরু?
গত বছর গোল্ড ডিগার প্রসঙ্গে দীর্ঘ নোটে সুস্মিতা লিখেছিলেন, ‘দেখে খারাপ লাগছে আমাদের চারপাশে অখুশি মানুষের সংখ্যা কীভাবে দিন দিন বেড়ে যাচ্ছে। যাদের সঙ্গে আমি কোনওদিন দেখাই করিনি, অথবা যারা আমাকে চেনেন না, তাঁরাই কীভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে মজা করার নামে নোংরা মন্তব্য করে চলেছে। বলা হচ্ছে গোল্ড ডিগার। উফফফ সব জিনিয়াস! আমি কিন্তু সোনার থেকেই হিরেই বেশি খুঁজি। আর কিনতেও পছন্দ করি হিরেই। আর হ্যাঁ, নিজের জন্য নিজেই কিনে থাকি।’
আপাতত সুস্মিতাকে দেখা যাবে ‘তালি’তে। বৃহন্নলার ভূমিকায় অভিনেত্রীকে দেখে অবাক হয়েছেন অনেকেই। কিন্নর সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে ‘তালি’র পয়লা ঝলকেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন সুস্মিতা।