বাংলা নিউজ > বায়োস্কোপ > চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া থেকে ফিরল হৃতিকের প্রাক্তন স্ত্রী! বিমানবন্দরে ক্লিক

চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া থেকে ফিরল হৃতিকের প্রাক্তন স্ত্রী! বিমানবন্দরে ক্লিক

সুজান খান-আরসালান গোনি

বিমানবন্দর থেকে আলাদা বেরোতে দেখা গেল সুজান এবং আরসালানকে। 

চর্চিত বয়ফ্রেন্ড আরসালান গোনির সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার পথে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের সঙ্গে লেন্সবন্দি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। যদিও দু'জনকে গেটের বাইরে আলাদা বেরোতে দেখা গেছে। 

ইনস্টাগ্রামে পাপারাৎজির শেয়ার করা ভিডিয়োতে সুজানকে কালো ওয়ান পিসে দেখা যায়। লাগেজ সমেত গাড়ির দিকে ছুটে গিয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, গোয়ায় ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি। 

অন্যদিকে আরসালানকে হেলেদুলে বেরোতে দেখা গেছে বিমানবন্দর থেকে। ভ্রমণের জন্য অভিনেতা একটি কালো টি-শার্ট এবং একজোড়া নীল ডেনিম প্যান্ট পরেছিলেন। এমনকি পাপারাৎজ্জিদের সাথে যোগাযোগ করতে তিনি কয়েক মুহূর্ত সময় নিয়েছিলেন। তাদের একজন আর্সলানকে তার গোয়া ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করতে শোনা গেছে। যদিও আর্সলান জবাবে কেবল হেসেছিলেন, তিনি পাপারাজ্জিদের জিজ্ঞাসা করেছিলেন কেমন আছে তারা।

আরসালান এবং সুজানকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। গত মাসে, চর্চিত জুটি অনুষ্কা রঞ্জনের প্রাক-বিবাহের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাণী কাপুর, ক্রিস্টেল ডি’সুজার সঙ্গে। অক্টোবরে সুজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন আরসালান। বলিউডে জোর গুঞ্জন একে ইপরকে ডেট করছেন সুজান-আরসালান।

হৃতিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন সুজান। প্রাক্তন দম্পতির দুটি ছেলে রয়েছে - হৃদান রোশন এবং রেহান রোশন। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় রয়েছে। হৃতিক এবং সুজান প্রায়শই দুই ছেলের সঙ্গে পার্টি এবং পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়।

 

 

বন্ধ করুন