এসভিএফের তরফে ৩ মার্চ রবিবারই আভাস দেওয়া হয়েছিল। 'মহা মহরত' নিয়ে ইঙ্গিত দেয় বাংলার অন্যতম খ্যাতনামা প্রযোজনা সংস্থা। কিন্তু রাত কাটতে না কাটতেই এল আরও বড় চমক! একসঙ্গে চারটি ছবি আনতে চলেছে এসভিএফ। পরিচালকের আসনে থাকছেন কারা?
আরও পড়ুন: শ্রেয়া-অরিজিতের যুগলবন্দিতে সুরেলা প্রেমের আবহে ভাসল জামনগর, আর কারা পারফর্ম করলেন এদিন?
এসভিএফের প্রযোজনায় একসঙ্গে ৪টি ছবি!
এসভিএফের তরফে রবিবার ঘোষণা করে জানানো হয় তাঁরা মহা মহরত নিয়ে আসছে। সোমবার সেটা স্পষ্ট হয় আরও কিছুটা। জানা গিয়েছে এসভিএফের তরফে একসঙ্গে চারটি ছবির ঘোষণা করা হবে। আর পরিচালকের আসনে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, এবং দেবালয় ভট্টাচার্য। তবে তাঁদের পরিচালনায় কী কী ছবি আসবে, কবে আসবে সেটা এখনও প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন: আসছে আইপিএলের মরশুম, তার আগেই ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান, করলেন কী আলোচনা?
এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে?
সূত্রের খবর অনুযায়ী বাংলা বিনোদন জগতের ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায় নাকি ১২ অ্যাংরি ম্যান ছবির রিমেক নিয়ে আসতে চলেছেন। এই হলিউড ছবিকে এবার বাংলায় তিনি নিজের মতো উপস্থাপন করবেন। ৯টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ছবির বাংলা রিমেকে দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রমুখ। মহিলা চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।
অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায় একেন বাবুর নতুন ছবি নিয়ে আসতে চলেছেন। এবার একেন রহস্য সমাধানে যাবে রাশিয়ায়। মানে সেখানেই হবে শ্যুটিং। আর কিছুদিনের মধ্যেই রেইকি করতে যাবেন পরিচালক এবং তাঁর টিম।
আরও পড়ুন: বীর জারার গানে রোম্যান্টিক মুডে শাহরুখ, স্ত্রী গৌরীকে নিয়ে নাচলেন জমিয়ে, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: 'ভীষণই খারাপ লাগে...' নেটমাধ্যমে বারবার কটাক্ষের শিকার, ট্রোলিংয়ের কারণে কষ্ট পান মমতা?
দেবালয় ভট্টাচার্য যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নতুন ছবি আনতে চলেছেন সে কথা সকলেই জানেন। কিন্তু ছবির নাম কি এখনও জানা যায়নি। তবে এটি একটি ভৌতিক ছবি হবে যে সে ঘোষণা করা হয়েছে।
রাজ চক্রবর্তী একটি পারিবারিক ছবি নিয়ে আসতে চলেছেন। সেখানে দেখা হবে মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।