অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান বটে কিন্তু এদিনের গোটা লাইম লাইট কেড়ে নিলেন শাহরুখ খান এবং গৌরী খান। জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে উদিত নারায়ণের গানের সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিলেন তাঁরা। নাচলেন জমিয়ে।
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে শাহরুখ গৌরীর নাচ
১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাটের জামনগরে চলল অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান। তাঁদের সেই অনুষ্ঠানে দেশ বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছিলেন। বাদ যাননি শাহরুখ খানও। তিনি তাঁর গোটা পরিবার নিয়ে এদিনের অনুষ্ঠানে এসেছিলেন। আর রবিবার সন্ধ্যা আরও বেশি রোম্যান্টিক করে তোলেন স্ত্রী গৌরীর সঙ্গে নেচে।
আরও পড়ুন: আসছে আইপিএলের মরশুম, তার আগেই ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান, করলেন কী আলোচনা?
আরও পড়ুন: শ্রেয়া-অরিজিতের যুগলবন্দিতে সুরেলা প্রেমের আবহে ভাসল জামনগর, আর কারা পারফর্ম করলেন এদিন?
রবিবারের অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন একটি সাদা কুর্তা পাজামা। অন্যদিকে গৌরীর পরনে ছিল নীল আনারকলি। তাঁদের সঙ্গে দেখা যায় তাঁদের ছোট ছেলে আব্রামকে। সুহানা আরিয়ান খানও এসেছিলেন।
এদিনের সন্ধ্যায় একাধিক সঙ্গীত শিল্পী তাঁদের গানে ভাবে জমিয়ে তোলেন অনুষ্ঠান। ছিলেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, প্রীতম, উদিত নারায়ণ। তবে উদিত নারায়ণ যখন এদিন স্টেজে তখন নাচতে দেখা যায় শাহরুখকে। উদিত এদিন যখন শাহরুখের ছবির গান ম্যায় ইয়াহা হু গাইছিলেন তখন উঠে আসেন শাহরুখ। দেন তাঁর আইকনিক পোজ। এরপর গৌরীর সঙ্গে নাচতে শুরু করেন। বীর জারা ছবির এই গানে এদিনের গোটা অনুষ্ঠানকে শাহরুখ নিজের ম্যাজিকে একেবারে অন্যমাত্রায় পৌঁছে দেন। বরের সঙ্গে নাচতে গিয়ে রীতিমত ব্লাশ করতে থাকেন গৌরী।
তাঁদের এই ভিডিয়ো ভাইরাল হতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কিং খান ভক্তরা। অনেকেই তারিফ করেছেন তাঁদের এই নাচের। তবে এদিন খালি শাহরুখ গৌরী নন। অনন্ত রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠান উপলক্ষ্যে নীতা আম্বানিও নাচ করেন।
অনন্ত রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠান
হস্তাক্ষর অনুষ্ঠানে রাধিকা এদিন একটি প্যাস্টেল সাদা রঙের লেহেঙ্গা পরেছিলেন। তাঁকে সম্পূর্ণ ভাবে সঙ্গত দেন অনন্ত আম্বানি। এদিনের হস্তাক্ষর অনুষ্ঠানের সময় রাধিকার জন্য বাবা মা এবং গোটা পরিবারের সঙ্গে প্যাসেজের একদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনন্ত। অন্যদিকে তখন বলিউডের অভিনেত্রীদের মতো গানের সুরে সুরে নেচে অনন্তের দিকে এগিয়ে আসেন রাধিকা। স্টেজের কাছাকাছি এলে তাঁকে হাত ধরে উঠিয়ে নেন অনন্ত। অনন্ত রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা। এসেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, রজনীকান্ত, হলিউডের গায়ক একন, প্রমুখ।
আরও পড়ুন: 'কতবার হোঁচট খাই...' ফোনের আসক্তির জন্য বিপদে পড়েন, তবুও 'সর্বক্ষণের সঙ্গী'কে কাছছাড়া করতে নারাজ মমতা!
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের গান গান শ্রেয়া ঘোষাল, অরিজিতও।