বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan-Dhoni: আসছে আইপিএলের মরশুম, তার আগেই ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান, করলেন কী আলোচনা?

Aryan-Dhoni: আসছে আইপিএলের মরশুম, তার আগেই ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান, করলেন কী আলোচনা?

জামনগরে ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান

Aryan-Dhoni: জামনগরে অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে একাধিক বলিউড তারকা। বাদ যাননি খেলোয়াড়রাও। সেখানেই খোশমেজাজে গল্প করতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনি এবং আরিয়ান খানকে।

শাহরুখ পুত্র আরিয়ান খান এদিন বাবা মায়ের সঙ্গে জামনগরে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তাঁকে এদিন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বেশ অনেকটা সময়ই কাটাতে দেখা গেল।তাঁদের সঙ্গে ছিলেন ব্রাভো।

রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে মুখোমুখি আরিয়ান খান এবং ধোনি

আরিয়ান খান গত বছর থেকে আইপিএলের নিলামে প্রতিনিধিত্ব করছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর অধিনায়কত্ব। এ হেন দুই ব্যক্তি মুখোমুখি হলেন অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে। সম্প্রতি তাঁদের সেই আড্ডার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

আরও পড়ুন: 'কতবার হোঁচট খাই...' ফোনের আসক্তির জন্য বিপদে পড়েন, তবুও 'সর্বক্ষণের সঙ্গী'কে কাছছাড়া করতে নারাজ মমতা!

আরও পড়ুন: ইশা, আকাশ নাকি অনন্ত, কার শ্বশুরবাড়ি সব থেকে বড়লোক?

এদিনের এই ভাইরাল ভিডিয়োতে আরিয়ান খানকে মহেন্দ্র সিং ধোনি, তাঁর স্ত্রী সাক্ষী, ব্রাভোর সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে। আর বলাই বাহুল্য এই ঘটনা আইপিএল ভক্তদের নজর কেড়েছে। দুই প্রতিদ্বন্দ্বী দলের দুই মাথাকে এভাবে আড্ডা দিতে দেখলে কার না নজর আটকাবে?

প্রসঙ্গত আইপিএল ২০২৪ শুরু হচ্ছে এই মাস থেকেই। অর্থাৎ ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে। কেকেআরের ম্যাচ আছে ২৩ তারিখ। তাঁরা সেদিন খেলবেন সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: ঠিক যেন বলিউডের ছবি! হস্তাক্ষর অনুষ্ঠানে কভি খুশি কভি গমের গানে নেচে অনন্তের জীবনে প্রবেশ রাধিকার

অনন্ত রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠান

হস্তাক্ষর অনুষ্ঠানে রাধিকা এদিন একটি প্যাস্টেল সাদা রঙের লেহেঙ্গা পরেছিলেন। তাঁকে সম্পূর্ণ ভাবে সঙ্গত দেন অনন্ত আম্বানি। এদিনের হস্তাক্ষর অনুষ্ঠানের সময় রাধিকার জন্য বাবা মা এবং গোটা পরিবারের সঙ্গে প্যাসেজের একদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনন্ত। অন্যদিকে তখন বলিউডের অভিনেত্রীদের মতো গানের সুরে সুরে নেচে অনন্তের দিকে এগিয়ে আসেন রাধিকা। স্টেজের কাছাকাছি এলে তাঁকে হাত ধরে উঠিয়ে নেন অনন্ত। অনন্ত রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা। এসেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, রজনীকান্ত, হলিউডের গায়ক একন, প্রমুখ।

অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান

১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের গান গান শ্রেয়া ঘোষাল, অরিজিতও।

বায়োস্কোপ খবর

Latest News

সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা ISSF বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা? কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন ইশান! কী বলছে নেটপাড়া? 'ইটস টাইম ফর কলকাতা, গেট ওয়েল সুন কলকাতা…’ RG-করের প্রতিবাদে গান লিখলেন শ্রুতি টিফিনে বিরিয়ানি, তুমুল ঝগড়া, স্কুল বদলাতে হবে ছাত্রকে, মকুব করা হল বকেয়া ফি দলীপে ব্যাজবল রুতুরাজ-ইশানদের, পরপর দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি বাবা ইন্দ্রজিৎ-এর বাংলাদেশে বিএনপি নেতার হাত থেকে 'দখলমুক্ত' সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের, দুর্গাপুজোয় আধুনিক অ্যাপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.