লোক দেখানো প্রেম নয়, লাস্ট স্টোরিজ-২ সহ-অভিনেতা বিজয় ভার্মার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তামান্না। চলতি বছরের গোড়াতেই এই জুটির প্রেম নিয়ে চর্চা ডানা মেলেছিল বলিউডের অন্দরে। সময় নষ্ট না করে সেই প্রেমে সিলমোহর দিয়েছেন জুটি। বৃহস্পতিবারই মলদ্বীপে একান্ত সময় কাটিয়ে মুম্বই ফিরেছেন দু-জনে। একটা সময় নায়িকার সঙ্গে প্রেমে ঘোর আপত্তি ছিল বিজয়ের, কিন্তু প্রেমের এমন মহিলা যে সেই প্রতিজ্ঞা ভেঙে তামান্নাতেই মন হারিয়েছেন বলিউডের এই ভিলেন। আরও পড়ুন-‘এই লোকটা আমার ভালো চায় না’, বাবার সঙ্গে ৮ বছর কথা বন্ধ ছিল তামান্নার প্রেমিকের!
চুটিয়ে প্রেম থেকে একান্তে ছুটি কাটানো, সবই হচ্ছে পুরোদমে। কিন্তু এখনই ছাদনা তলায় যেতে রাজি নন ৩৩-এর তামান্না। নিউজ ১৮-এ দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন- ‘এখন বিয়ের মুড নেই আমার।’ হ্যাঁ, এই মুহূর্তে কেরিয়ারেই ফোকাস করতে চান তামান্না। অভিনেত্রী বলেন, ‘আমার কেরিয়ার এখন ভালো যাচ্ছে, সেইদিকেই ফোকাস করতে চাই। তবে হ্যাঁ, বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে আমার বিশ্বাস রয়েছে। অবশ্যই সেটা করব কিন্তু এখন শ্যুটিং সেটই আমার আনন্দের জায়গা। আমার কাছে এখন অনেক ধরণের কাজের অফার আসছে, সেটা যেন এইপথেই এগোয়’।
একই সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন অভিনেত্রী। তাঁর কথায়, কখনও কখনও কাছের মানুষদের কথা তাঁকে বিচলিত করেছে, কষ্টও দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নিজের সম্পর্কে নিজে কী ভাবছো সেটাই জরুরি। নিজের ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে তফাত বজায় রাখতে জানেন তিনি, জোর দিয়ে বলেন তামান্না।
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিজয় ভার্মা বলেন, ‘যখন আমি কাজ করতে শুরু করি, তখন আমি এক সংকল্প নিয়েছিলাম। ঠিকই করে নিয়েছিলাম যে জীবনে কোনওদিন কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াব না। মনে হয় আমি তখন ইন্ডাস্ট্রির উপর বেশি রেগে ছিলাম। তবে যখন তামান্নার সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারলাম একজনের মধ্যে সবকিছু আছে। ও খেলা বোঝে, ব্যবসার প্রতি ঝোঁক রয়েছে, শিল্প-সাহিত্য সম্পর্কে ধারণা রয়েছে। একটা সিনেমা তৈরির যাবতীয় জ্ঞান ওর রয়েছে।’
শীঘ্রই করিনার ‘জানে জান’-এ দেখা যাবে বিজয়কে। আফগানি শো, মার্ডার মুবারকের মতো প্রোজেক্ট রয়েছে বিজয়ের হাতে। শেষ তাঁর দেখা মিলেছে ‘লাস্ট স্টোরিজ ২’তে। এখানেও সেই নেগেটিভ চরিত্রেই নজরকাড়া অভিনেতা। অন্যদিকে বড় পর্দায় তামান্নাকে শেষ দেখা গিয়েছে রজনীকান্তের ব্লকবাস্টার ছবি ‘জেলার’-এ। ওয়েব সিরিজ আখরি সচ-এও নজর কেড়েছেন নায়িকা।