'লাস্ট স্টোরিজ-২' বিজয় বর্মার সঙ্গে কাজ করেছেন অভিনেতা তামান্না ভাটিয়া। তবে শুধু রিল নয়, রিয়েল লাইফেও বিজয় বর্মার সঙ্গেই প্রেম করছেন তামান্না। সম্প্রতি, 'লাস্ট স্টোরিজ-২'র প্রচারে এসে তামান্না বলেন তিনি প্রথম ডেটে গিয়ে কখনওই যৌনতায় লিপ্ত হননি। এদিকে অকপট বিজয় বর্মা বলেন, ‘আমি করেছি।’
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রথম ডেট ও যৌনতা নিয়ে মুখ খুলেছেন বর্তমান প্রেমিক তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। সাক্ষাৎকারে বিজয় বর্মা বলেন, তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তাই কোনওকিছুই সহজে তিনি পাননি, তাঁকে সবকিছু জন্যই লড়াই করতে হয়েছে।
লাস্ট স্টোরিজে নীনা গুপ্তাকে বলতে শোনা যায়, বিয়ের আগে ‘টেস্ট ড্রাইভ’ প্রয়োজন। অর্থাৎ বিয়ের আগে যৌনতা প্রয়োজন। সাক্ষাৎকারে বিজয় বর্মাকে প্রশ্ন করা হয়, তিনি এই কথায় বিশ্বাস করেন কিনা। উত্তরে বিজয় বলেন, নীনা যা কিছু বলেন, তিনি তাতে বিশ্বাস রাখেন। বলেন, ‘নীনা যা বলেছেন, সেটা ঠিকই বলেছেন।’
আরও পড়ুন-গ্ল্যামার দুনিয়ার মোহ ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন রবি কিষাণ কন্যা, গর্বিত অনুপম
আরও পড়ুন-সতীনের কাঁটা! করণ দেওলের বিয়েতে যাননি হেমা ও তাঁর মেয়েরা, মুখ খুললেন ধর্মেন্দ্র
এর আগে এক সাক্ষাৎকারে বিজয় বর্মা জানান, তাঁর সঙ্গে তামান্না প্রথম দেখা হয় সুজয় ঘোষের অফিসে। কারণ, সুজয় ঘোষও লাস্ট স্টোরিজ-২ এর বেশকিছু অংশের নির্দেশনা দিয়েছেন। বিজয় বর্মার কথায়, 'সেখানেই প্রথম আমাদের মধ্যে যে নীরবতা ছিল সেটা ভেঙে যায়। তামান্না আমায় বলে ও গত ১৭ বছর ধরে কাজ করছে। ওর কনট্র্যাক্ট পেপারে সবসময় নো কিস পলিসির কথা লেখা থাকত। এরপরই ও আমায় জানায় তুমিই প্রথম এমন কেউ হবে যাকে আমি পর্দায় চুমু খাব।' উত্তরে কী বলব বুঝতে না পেরে সেদিন তামান্নাকে ধন্যবাদ জানিয়েছিলেন বিজয়।
প্রসঙ্গত, ‘লাস্ট স্টোরিজ ২’ -এর শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তামান্না ও বিজয়। বেশ কয়েক মাস ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। প্রথমদিকে এবিষয়ে মুখ কুলুপ আঁটলেও সম্প্রতি তাঁরা দুজনেই সম্পর্কের কথা প্রকাশ্যেই খোলসা করেছেন।